নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

করোনার জের, ১০ টাকার টিকিটের দাম হল ৫০ টাকা!

বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে তুলনামূলক ভাবে ভারতে খুবই কম হারে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। করোনা যাতে দ্রুত ছড়াতে না পারে তার জন্য দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির, স্কুল-কলেজ,

Published By: Sangbad Safar Desk | Updated:

বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে তুলনামূলক ভাবে ভারতে খুবই কম হারে ছড়াচ্ছে এই মারণ ভাইরাস। করোনা যাতে দ্রুত ছড়াতে না পারে তার জন্য দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির, স্কুল-কলেজ, সিনেমা হল, পার্ক। এমনকি পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আগ্রার তাজমহল।

আপনার জন্য নির্বাচিত

করোনার হাত থেকে বাঁচতে ঘন জনবহুল এলাকায় কোনো জরুরি প্রয়োজন ছাড়া যেতে বারণ করছেন চিকিৎসকরা। কারণ করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির কাছে থাকলে খুবই সহজে অপর ব্যাক্তির শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

করোনার জেরে এবার বেড়ে গেলো প্লাটফর্ম টিকিটের দাম। মধ্য-পশ্চিম রেল শাখায় ১০ টাকার প্লাটফর্ম টিকিটের মূল্য ৫ গুন বাড়িয়ে করা হলো ৫০ টাকা। উদ্দেশ্য একটাই, প্লাটফর্মে লোকের ভিড় কমানো। বলিউড নগরী মুম্বাই সহ মধ্য-পশ্চিম রেলের প্রায় ২৫০ টি স্টেশনে প্রতিদিন যাত্রী ছাড়াও ভিড় করে থাকে বহু লোক। স্টেশনে ফ্রি ওয়াইফাই ও বিভিন্ন রেস্তোরার কারণে মাত্র ১০ টাকার প্লাটফর্ম টিকিট কেটে স্টেশনে ভিড় জমান অনেকে। সেই ভিড় কমাতেই প্লাটফর্ম টিকিটের দাম ৫ গুন বাড়ানো হয়েছে।