করোনার জের, বেতন কমলো ইন্ডিগো-এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার কর্মীদের!

করোনার থাবা এবার বিমান কর্মীদের বেতনে। সমস্ত কর্মীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিলো ভারত সরকার দ্বারা পরিচালিত এয়ার ইন্ডিয়া এবং ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স। গোটা বিশ্বে মারণ থাবা বসিয়েছে নোভেল করোনাভাইরাস। তার জেরে বন্ধ হয়ে গেছে বহু আন্তর্জাতিক বিমান পরিষেবা। অন্তরদেশীয় বিমান পরিষেবা চালু থাকলেও অনেকটাই কমে গেছে যাত্রী সংখ্যা। যে কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে বহু বিমান সংস্থাকে।
ভয়াবহ এই পরিস্থিতিতে সংস্থার খরচ কমিয়ে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা করছে এইসব বিমান সংস্থা। ইন্ডিগোর এয়ারলাইন্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, করোনায় জেরে ব্যাবসায় মন্দা দেখা দিয়েছে। যে কারণে বেতন কমানো হচ্ছে সর্বস্তরের কর্মী ও আধিকারিকদের।
কত পরিমান কমবে বেতন? সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বেতন কমানোর নির্দিষ্ট কোনো সীমা রাখা হয়নি। কর্মীদের পদ অনুযায়ী কমানো হবে বেতন। বেতন হ্রাসের পরিমান হতে পারে ৫ শতাংশ থেকে ২৫ শতাংশ। অন্য দিকে গতকালই কর্মীদের বেতন কমানোর কথা জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি সেই অপেক্ষা।