করোনার জের, আগামী ৬ মাস বিনামূল্যে চাল দেবে মমতার সরকার!

করোনার হানায় বিপর্যস্ত জনজীবন। সাধারণ মানুষের সুবিধার্থে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার আতঙ্কে ঘর বন্দি বহু মানুষ। এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। বিশেষ কোনো দরকার ছাড়া ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।
কিন্তু ঘর থেকে না বেরোলে কাজ করবে কিভাবে সাধারণ দিন মজুর খেটে খাওয়া মানুষগুলি? কিভাবে সংসার চলবে তাদের? ভয়াবহ এই পরিস্থিতিতে রাজ্যের এইসব মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে বিশেষ পদক্ষেপ নিলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী ছয় মাস রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে দেওয়া হবে খাদ্যশস্য।
আজ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যের ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে চাল দেওয়া হবে। রেশন ব্যবস্থার মাধ্যমে রাজ্যবাসীকে ২ টাকা কেজি দরে মাসে যে ৫ কেজি করে চাল দেওয়া হয়। আগামী ৬ মাস সেই চালটাই বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।