Advertisements

এইসব ব্যাংকে টাকা রাখলেই পাবেন ১০ শতাংশ সুদ! যা দেয় না আর কোনো ব্যাংক

Advertisements

সঙ্গীতা বাগ : বাজারের অগ্নিমূল্য, প্রভিডেন্ট ফান্ডে সুদের পরিমাণ নিম্নগামী, সব মিলিয়ে মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত। সুষ্ঠুভাবে স্বচ্ছলভাবে বাঁচার আশা নেই বললেই চলে প্রায়। একমাত্র আশা বলতে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অর্থাৎ স্থায়ী আমানত। এই একটিমাত্র বিনিয়োগের উপর আপাতত ভরসা রেখে সুদিনের আশা করে চলেছেন লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবার। অনেকেই এই স্থায়ী আমানত দীর্ঘমেয়াদের সুযোগ সুবিধা ভোগ করতে আগ্রহী হয়ে থাকেন। ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে এই ফিক্সড ডিপোজিটের জন্য প্রদত্ত সর্বোচ্চ সুদের পরিমাণ বার্ষিক হরে সাধারণত ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশ। এই আওতায় পড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচ ডি এফ সি, আই সি আই সি আই প্রভৃতি ব্যাঙ্কগুলি। কিন্তু এমন অনেক ক্ষুদ্র ফিন্যান্স ব্যাঙ্ক আছে যারা স্থায়ী আমানতের জন্য বার্ষিক শতকরা ৮ থেকে ৯ টাকা হারে সুদ প্রদান করে থাকে। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, কোন ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে বার্ষিক ৮-৯ শতাংশ এমনকি প্রায় ১০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

১) সূর্যোদয় ক্ষুদ্র ফিন্যান্স ব্যাঙ্ক-
স্থায়ী আমানত জমা রাখার সময়সীমার উপর নির্ভর করে বার্ষিক দেয় সুদের হারের পরিমাণ। যেমন, স্থায়ী আমানত যদি জমা থাকে,
i) ৭ দিন থেকে ১৪ দিন-৪ শতাংশ হারে
ii) ৪৬ দিন থেকে ৯০ দিন – ৫ শতাংশ হারে
iii) ৯১ দিন থেকে ৬ মাস – ৫.৫ শতাংশ হারে
iv) ৬ মাস থেকে ৯ মাস- ৭.৫০ শতাংশ হারে
v) ৯ মাস থেকে ১ বছর – ৭.৭৫ শতাংশ হারে
vi) ১ বছর থেকে ২ বছর – ৮.২৫ শতাংশ হারে
vii) ২ বছর থেকে ৩ বছর – ৮.৫০ শতাংশ হারে
viii) ৩ বছর থেকে ৫ বছর – ৮.০০ শতাংশ হারে
ix) ৫ বছর – ৯.০০ শতাংশ হারে
x) ৫ বছর থেকে ১০ বছর – ৭.২৫ শতাংশ হারে

২) ফাইনকেয়ার ক্ষুদ্র ফিন্যান্স ব্যাঙ্ক – স্থায়ী আমানত জমা রাখার সময়সীমার সাথে প্রদত্ত বার্ষিক হারে সুদের পরিমাণ উল্লেখ করা হল।
i) ৭ দিন থেকে ৯০ দিন – ৪ শতাংশ হারে
ii) ৯১ দিন থেকে ১৮০ দিন – ৬ শতাংশ হারে
iii) ১৮১ দিন থেকে ৩৬৪ দিন – ৭ শতাংশ হারে
iv) ১২ মাস থেকে ১৮ মাস – ৭.৭৫ শতাংশ হারে
v) ১৮ মাস ১ দিন থেকে ২১ মাস – ৮.০০ শতাংশ হারে।

Related Articles