রঙ লাগা নোট নিয়ে সমস্যা! চিন্তা নেই, কি করবেন জেনেনিন

সঙ্গীতা বাগ : রঙের উৎসবে মাতোয়ারা সকলে। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক…. আশেপাশের মানুষজনকে রঙ দিয়ে রঙিন করতে না পারলে কি আর মজা হয়!!! কিন্তু রঙে ভূত হবার সময় বেমালুম প্রায় সকলেই ভুলে যায় পকেটে থাকা নোটগুলোর ভবিষ্যৎ কি!!! তারা রঙ মেখে রঙিন হয়ে গেলে তো দুশ্চিন্তায় আপনারই কপালে ভাঁজ দেখা যাবে। সেই রঙিন নোট বাজার হাটে কেউ নিতে চাইবে না, ফলে সমস্যার উপর সমস্যা!! কি করবেন সেই রঙ মাখা নোট নিয়ে??
এত চিন্তার কিচ্ছু হয়নি। একটুও ভয় না পেয়ে সেই নোট নিয়ে চলে যান নিকটবর্তী যে কোনো ব্যাঙ্কের শাখায়। কোনো ব্যাঙ্ক আপনার এই নোট বদলে দিতে অরাজী হবে না।
তবে হ্যাঁ, নোটটি যেন জাল না হয়… সে খেয়াল রাখবার দায়িত্ব কিন্তু আপনার ওপরই বর্তায়। ২০১৭ সালে আরবিআই এর তরফে যে সার্কুলার জারি করা হয়েছিল, তাতে স্পষ্ট বলা ছিল যে আপনার কাছে থাকা নোটটি যদি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা সৃষ্ট হয় এবং সেটি আসল হয় তবে সেরকম যে কোনো নোট ব্যাঙ্ক বদলাতে বাধ্য। আর একটি কথা, নোটে যেন কোনো রাজনৈতিক স্লোগান লেখা না থাকে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে সাধারণ মানুষের সুবিধার জন্য তো সহযোগিতার হাত প্রশস্ত রয়েছেই। তবে সাধারণ মানুষের কাছে এটাও অনুরোধ তারা যেন এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকেন যাতে নোট নোংরা না হয়।
আরো জানানো হয়েছিল, যে ইচ্ছা করে ছেঁড়া নোট ব্যাঙ্ক বদলে দেবে না। যদিও ইচ্ছা করে ছেঁড়া নোট এবং সত্যিই ছিঁড়ে যাওয়া নোট আলাদা করা বেশ কঠিন ব্যাপার, তবে অসম্ভব নয়। একটু ভালো করে দেখলে বোঝা যেতে পারে আদেও নোটটি ইচ্ছা করে ছেঁড়া হয়েছে কিনা। ছেঁড়া বা রঙিন নোট বদলে দেবে ব্যাঙ্ক যদি সেই নোটগুলিতে সমস্ত ফিচার্স বর্তমান থাকে।