নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহের মাঝে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা

দেবপ্রিয়া সরকার : সকাল থেকে মেঘলা আকাশ শহর জুড়ে। কোন দেখা নেই রোদের। বিপরীত ঘূর্ণবাত তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর জেরেই প্রচুর জলীয়বাষ্প চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ঢুকছে শহরে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার

Published By: Sangbad Safar Desk | Updated:

দেবপ্রিয়া সরকার : সকাল থেকে মেঘলা আকাশ শহর জুড়ে। কোন দেখা নেই রোদের। বিপরীত ঘূর্ণবাত তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর জেরেই প্রচুর জলীয়বাষ্প চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ঢুকছে শহরে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার থেকে হালকা বজ্রবিদ্যুৎ-সহ ঝড- বৃষ্টি হতে পারে শহর জুড়ে। আগামী ২৪ ঘন্টা হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূলীয় জেলাগুলোতে।

আপনার জন্য নির্বাচিত

সোম থেকে বুধবার আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। বৃষ্টি হতে পারেন মেদিনীপুর ঝাড়গ্রাম সহ উওর ও দক্ষিণ ২৪ পরগনাতে‌। কলকাতা মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে। তবে রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৪২ শতাংশ ও সর্বোচ্চ ৯২ শতাংশ। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার নাগাদ জম্মু-কাশ্মীরে ঢুকবে পশ্চিমীঝঞ্ঝা। তার জেরেই জলীয়বাষ্প ঢুকবে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। যার প্রভাবেই বুধবার থেকে ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড়, মধ্যপ্রদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও বিদর্ভে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।