নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

আগামী তিন দিন ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! আগামবার্তা দিলো মৌসম ভবন

পশ্চিমিঝঞ্জার জেরে গত সপ্তাহে রাজ্যজুড়ে চলেছে ঝড়-বৃষ্টি! টানা কয়েক দিনের বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বিভিন্ন জেলা। কখনো হালকা থেকে মাঝারি আবার কখনো বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন। আগামীকাল থেকে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিলো মৌসব ভবন। আপনার জন্য নির্বাচিত

Published By: Sangbad Safar Desk | Updated:

পশ্চিমিঝঞ্জার জেরে গত সপ্তাহে রাজ্যজুড়ে চলেছে ঝড়-বৃষ্টি! টানা কয়েক দিনের বৃষ্টিতে ভিজেছে রাজ্যের বিভিন্ন জেলা। কখনো হালকা থেকে মাঝারি আবার কখনো বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন। আগামীকাল থেকে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিলো মৌসব ভবন।

আপনার জন্য নির্বাচিত

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল বুধবার রাত থেকেই শুরু হবে বৃষ্টি। হালকা বৃষ্টি হবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। পরের দুদিন বৃহস্পতিবার ও শুক্রবার ঝড় ও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে। গতকাল হোলির দিনেও ছিল রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আজও সকাল থেকেই দেখা মিলেছে সূর্য্য মামার। তবে রোদের সঙ্গে রয়েছে হালকা মেঘলা আকাশ।

মৌসম ভবনের সূত্রে খবর, আবারও এক পশ্চিমিঝঞ্জার জেরেই ভিজতে চলেছে রাজ্যবাসী। গত সপ্তাহে অকাল বৃষ্টির জেরে বড়সড় ক্ষতির মুখে পড়েছে রাজ্যের চাষিরা। বৃষ্টির জলে মাঠেই পচেছে বিঘার পর বিঘা জমির আলু। ফের তিনদিন বৃষ্টির পূর্বাভাসে চিন্তার ভাঁজ কৃষকদের কপালে।