অর্থনীতি

মাত্র ২৭ টাকার ইনভেস্টমেন্টে পাবেন ৫০ লক্ষ টাকা, রইলো বিস্তারিত

Advertisement
Advertisement

ভারতীয় জীবন বিমা নিগম নিয়ে এলো অন্যতম বিমা টেক টার্ম ইনশিওরেন্স পলিসি যা পরিবারকে সুরক্ষা প্রদান করবে। এই পলিসি গ্রাহককে অর্থনৈতিক সুরক্ষা প্রদান করবে। তবে এই পলিসি শুধুমাত্র কেনা যাবে অনলাইনে। টেকটার্ম প্ল্যান নম্বর ৮৫৪ UIN নম্বর 512N333V01, এই বিমার ফলে পলিসি ধারকের যদি মৃত্যু পলিসির মেয়াদ পূরণ হওয়ার আগে হয় তবে সে ক্ষেত্রে টাকা পরিবারের লোকেরা পেয়ে যাবে।

এই পলিসি যেকোনো ধরনের মৃত্যুতেই পলিসি কভার করবে। সেটা স্বাভাবিক মৃত্যুই হোক বা দুর্ঘটনাবশত। তবে পলিসি ধারক পলিসি শুরু করার এক বছর পর্যন্ত আত্মহত্যা করলে সে ক্ষেত্রে কোন কভারেজ পাবেনা। এই পলিসি টার্মইন্সুরেন্সের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত পাবে পলিসি ধারক বা ধারকের পরিবার। তবে এই পালিসির ক্ষেত্রে কোনো টাকার সর্বাধিক সীমা নেই।

যদি কোনও পলিসি ধারক উচ্চ আয়ের প্রমাণপত্র জমা দিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে পুরো ব্যাপারটি হবে বিবেচনা সাপেক্ষ। পলিসির মেয়াদ সর্বনিম্ন ১০ বছর ও সর্বাধিক ৫০ বছর পর্যন্ত হবে। এই পলিসির ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা ধার্য হয় যে ব্যক্তি ধূমপান করেন না, তার ভিত্তিতে। ১০ থেকে ৪০ বছর বয়স যাদের তাঁরা এই পলিসি করতে পারবেন। এই পলিসি ক্ষেত্রে অনেক রকম অপশনস এর সুবিধা থাকবে। গ্রাহকরা নিজের ইচ্ছামত পলিসি বাছাই করে নিতে পারবেন। টেকটার্মে পলিসি ম্যাচিউরিটির সর্বাধিক বয়স ৮০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই পলিসি করার জন্য একটি নিয়ম অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা বেশি ও মহিলাদের ক্ষেত্রে প্রিমিয়ামের টাকা কম দিতে হবে।

এলআইসির এই টেকটার্ম পলিসি কিনতে গ্রাহককে ভারতীয় জীবন বিমা নিগমের অফিশিয়্যাল ওয়েবসাইট www.licindia.in এ যেতে হবে। এরপর ধাপে ধাপে গ্রাহকের সমস্ত তথ্য ভেরিফাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রিমিয়ামের টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অ্যামেক্স কার্ড, ইউপিআই, আইএমপিএস বা কোনও ই-ওয়ালেটের মাধ্যমে দিতে পারবে গ্রাহক। তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিমিয়ামের টাকা জমা দিলে অতিরিক্ত শুল্ক গুনতে হবে গ্রাহককে। এই পলিসির ক্ষেত্রে টেকটার্ম গ্রাহকরা নিজের সুবিধামতো বেশ কিছু পরিবর্তন করতে পারবেন। পলিসির অন্তর্গত ডেথ পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে ৫ বছর, ১০ বছর ও ১৫ বছরের বিকল্প ব্যবস্থা পাবেন গ্রাহকরা। সেই মতো নিজের সুবিধা বাছাই করে নিতে পারবেন তাঁরা।

নমিনিকে টাকা ফেরত্‍ দেওয়া হবে কিস্তির মাধ্যমে যা মাসিক, ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক বা বার্ষিক হিসাবে গণ্য করা হবে। এই প্রিমিয়ামে বিনিয়োগের জন্য গ্রাহককে প্রতিদিন ২৭ টাকা করে প্রিমিয়াম জমা দিতে হবে। তবে ৫০ লক্ষ টাকার কভারেজ পাবেন গ্রাহক। LIC টেকটার্ম পলিসিতে ৩০ বছর বয়সের কোনও ব্যক্তি ৩০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার পলিসি করলে তাঁকে বার্ষিক ৯,৯১২ টাকা জিএসটি-সহ প্রিমিয়াম দিতে হবে। যদি কোনও ব্যক্তি ১ কোটি টাকার কভারেজ নিতে চান সেক্ষেত্রে প্রিমিয়াম স্বরূপ বার্ষিক জিএসটি-সহ ১৭,৪৪৫ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles