অর্থনীতিনিউজ

ঘরে বসে শুরু করুন এই ৭টি ব্যবসা, অল্প পুঁজিতে উপার্জন হবে বহু টাকা

Advertisement
Advertisement

নিজেই নিজের মালিক হতে কে না চান, নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে কে না চান কিন্তু অনেকসময় পরিস্থিতির কথা ভেবে ইচ্ছে না থাকলেও অনেককে দশটা পাচার একঘেয়েমি চাকরি করতে হয়। নিজের ব্যবসার করার ইচ্ছে থাকলেও শুধুমাত্র বহুল পরিমান টাকা ইনভেস্টমেন্ট এর অভাবে বা ঝুঁকি নেওয়ার ভয়ে একধাপ পিছিয়ে যান। কিন্তু আপনি কি জানেন কোনোরকম টাকা ইনভেস্টমেন্ট ছাড়াও শুধুমাত্র নিজের বুদ্ধি, ক্রিয়েটিভিটি ও ধৈর্যের সাহায্যে ব্যবসা করা সম্ভব। কি সেগুলো? জেনে নিন..

1) T shirt designer- যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তবে তা কাজে লাগিয়ে টি শার্ট ডিজাইন এর ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে প্রথমেই গ্রাফিক ডিজাইনিং এর সফটওয়্যার এর মাধ্যমে প্রথমে টি-শার্ট ডিজাইন করে নিতে হবে তারপর সেটাকে বিক্রি করতে হবে।

2) ভাষা বা লেখার উপর যদি আপনি দক্ষ হন সে ক্ষেত্রে নিজের পছন্দের বিষয় বেছে ব্লগ লেখা শুরু করতে পারেন। এই ব্লগিং থেকে আয় করা সম্ভব।

3) দর্শকদের পছন্দমত কনটেন্ট বানানোর যদি দক্ষতা আপনার মধ্যে থেকে থাকে তাহলে উপার্জনের জন্য ইউটিউব একটি ভালো অপসন হতে পারে। ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলে ভাল কনটেন্ট এর মাধ্যমে উপার্জন করা সম্ভব।

4) কেক খেতে কে না পছন্দ করে! বর্তমানে যেকোনো অনুষ্ঠানে কেক এর চাহিদা বেড়েছে। কেক বিস্কুট বানানো যদি আপনার পছন্দের কাজ হয়ে থাকে তাহলে সে থেকেই শুরু করতে পারেন আপনার ব্যবসা।

5) voice over artist- আপনার কণ্ঠস্বর যদি আকর্ষণীয় হয়ে থাকে তবে অনলাইনে খুব সহজেই নিজের ভয়েস ওভার পাঠিয়ে ভালো উপার্জন করতে পারবেন।

6) Recycle handmade seller – ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেকেই খুব সুন্দর জিনিস বানাতে পারেন। এইসব জিনিস মনে করলে অনলাইনে বিক্রি করে আয় করতে পারবেন।

7) Freelance Writer- Freelance writer হিসেবে অনেকেই নিজের লেখা সংবাদমাধ্যম থেকে ম্যাগাজিনে পাঠিয়ে থাকেন। তাই আপনার যদি লেখালেখিতে আগ্রহ থাকে এটাকে পেশা বানাতে পারেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles