কালো সোনার ব্যবসা করে হতে পারেন রাতারাতি কোটিপতি, এইভাবে শুরু করুন কাজ

Advertisement

প্রথাগতভাবে পড়াশোনা শেষ করে একটা মন মতন চাকরির খোঁজ করেন সবাই। কিন্তু এই প্রতিযোগিতার বাজারে মন মতন চাকরি পাওয়া যায়না অনেকসময়। তবে চাকরি শেষ কথা নয় কারণ নিজের স্বাধীন ব্যবসা করেও কিন্তু ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায়। কি ব‍্যবসা করবেন! আজকে আমরা বলবো সেই কথায়। প্রয়োজনীয় দক্ষতা, লেগে থাকার ধৈর্য যদি থাকে তাহলে ব্যবসা করেও কিন্তু আপনি বহুল পরিমাণের অর্থ উপার্জন করতে পারেন।

Advertisements

আপনি যদি ব্যবসা করতে আগ্রহী হন তাহলে আপনার জন্য রইল এই আইডিয়া-

Advertisements

এই প্রতিবেদনে আমরা জানাবো মুররাহ মহিষ পালন সম্পর্কিত ব্যবসার প্রসঙ্গে। বর্তমানে এগুলির বিপুল চাহিদা পরিলক্ষিত হচ্ছে। আসলে এই জাতের মহিষ বেশি দুধ দেয় তাই এগুলিকে কালো সোনাও বলা হয়। ব্যবসা করতে চাইলে এটি আপনার ভালো পথ হতে পারে।

এর জন্য প্রথমে এই মহিষের পালন করতে হবে। দৈনিক কুড়ি লিটার পর্যন্ত দুধ দেয় এই জাতের মহিষ। এমনকি ভালোভাবে যত্ন নিলে ৩০ থেকে ৩৫ লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম এই জাতের মহিষ। যার মাধ্যমে আপনি দুগ্ধ জাতীয় দ্রব্যের ব্যবসাও শুরু করতে পারবেন। যেহেতু এই মহিষটি অন্যান্যদের তুলনায় বেশি দুধ দেয় তাই অবশ্যই আপনি লাভবান হবেন।

সাধারণত এই ধরনের মহিষ হরিয়ানা পাঞ্জাবের মতো এলাকায় পালন করা হয় এমনকি ইতালি বুলগেরিয়া মিশরের ডেয়ারিতেও এর ব্যবহার হয়। দুধ ও দুগ্ধজাত পন‍্য বিক্রির সাথে এসব মহিষও বিক্রি করতে পারে। যার দাম চার লক্ষ টাকা থেকে শুরু করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত হয়।

Related Articles