অর্থনীতি

ATM-এ টাকা তোলার নিয়মে বিরাট পরিবর্তন আনল SBI, না জানলেই দিতে হবে ফাইন

নতুন এই পরিবর্তন সম্পর্কে না জানলে গ্রাহকদের গুনতে হবে ফাইন। ২০২০ সালের ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে এই নতুন নিয়ম।

Advertisement
Advertisement

এটিএম-এ টাকা তোলার নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন এই পরিবর্তন সম্পর্কে না জানলে গ্রাহকদের গুনতে হবে ফাইন। ২০২০ সালের ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে এই নতুন নিয়ম। এই নতুন নিয়ম অনুসারে এটিএম ফ্রি সার্ভিসের থেকে বেশি এটিএম ব্যবহার করলে গ্রাহকদের জরিমানা করা হবে। এছাড়া যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকার জন্য লেনদেন ব্যর্থ হয়, সেক্ষেত্রেও জরিমানা করা হবে গ্রাহককে।

যদি আপনি মেট্রো সিটিতে থাকেন, তবে আপনাকে মাসে ৮ বার এটিএম থেকে টাকা তোলার জন্য কোনও প্রকারের জন্য চার্জ করা হবে না। কিন্তু ৮ বারের বেশি বার টাকা তুললে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হবে। আর ৮ বারের মধ্যে অ্যাকাউন্টধারীরা এসবিআই এটিএম থেকে ৫ বার টাকা তুলতে পারেন এবং অন্যান্য ব্যাংকের এটিএম-র ক্ষেত্রে ৩ বার টাকা তুলতে পারবেন।

আর নন-মেট্রো শহরের এসবিআই গ্রাহকদের জন্য এটিএম থেকে টাকা তোলার সীমা ১০ বার। এক্ষেত্রে ৫ বার এসবিআই এর এটিএম থেকে এবং বাকি ৫ বার অন্য ব্যাংকের এটিএম থেকে লেনদেন করা যাবে। আর ১০ বারের বেশি হয়ে গেলে ব্যাংক আপনার থেকে ১০ থেকে ২০ টাকা কাটতে পারে।

এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে এবং আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ব্যর্থ হন, সেক্ষেত্রে ২০ টাকা ফাইন কাটা হতে পারে।

Related Articles