অর্থনীতিদেশনিউজ

এবার বাতিল হওয়ার পথে পুরোনো এইসব টাকার নোট? জেনে নিন কি জানাল RBI

Advertisement
Advertisement

আবার নোট নিয়ে পরিকল্পনা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিন্ট্যান্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ পুরোনো ১০ এবং ১০০ টাকার নোট বাতিল করার কথা জানালেন। মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরোনো নোট বাজার থেকে তুলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

কিছুদিন আগে তিনি জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করার সময় এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেছেন ১০ টাকার নতুন কয়েন গ্রহণ করতে চাইছেন না বহু খুচরো ব্যবসায়ী। তাদের কথানুযায়ী ‘এখানে চলে না’। মূলত, শহরাঞ্চলের বাইরেই এই সমস্যা দেখা যায়। এর ফলে আর বি আই ও ব্যঙ্কের ক্ষেত্রে সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়।

প্রসঙ্গত, ১০ টাকার কয়েনের বৈধতা আসল না নকল তাই নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যা থেকে বড় ক্ষতির মুখে পড়ছে।

প্রসঙ্গত, ২০১৯ এ ১০০ টাকার নতুন নোট আনার পরেও পুরোনো নোট চালু ছিল। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বদল করা হয়। সেই সময় নতুন ২০০০ টাকার ও ৫০০ টাকার নোট নিয়ে আসা হয়। ১০০০ টাকার নোট বন্ধ করে দেওয়া হয়েছিল।

Related Articles