Advertisements

LIC-র ধামাকা স্কিম, এককালীন বিনিয়োগে বছরে ৭৪ হাজার টাকা পেনশন

Advertisements

LIC জিন্দেগীকে সাথ ভি জিন্দেগীকি বাদ ভি..আর কথা মতোই জীবনের প্রতিটি মুহূর্তেই সাথে থাকার চেষ্টা করে LIC. দীর্ঘদিন ধরে দেশের সবথেকে বড় এই ইন্সুরেন্স সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম সকলের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক পলিসি নিয়ে এসেছে। এবারেও তার অন্যথা হলো না। বাংলার নতুন বছরের শুরুর আগেই এক নতুন পলিসি নিয়ে হাজির হলো LIC. আর এই পলিসিতে উপকৃত হতে চলেছে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা।

রিয়াটায়ারমেন্ট এর অনেক আগে থেকেই চিন্তা শুরু হয়ে যায় যে কিভাবে টাকা জমালে জীবন সুনিশ্চিত হবে। আর এই পলিসি আপনার সেই চিন্তায় দূর করেছে। নতুন এই পলিসিতে এককালীন টাকা জমা দিলে বছরে 74 হাজার 300 টাকা পেনশন মিলবে। অর্থাৎ অবসর-পরবর্তী জীবনে গ্রাহকদের মাসিক আয় সুনিশ্চিত করবে এই প্রকল্প।

এই পলিসি এর সুবিধা হলো-
1) এটি বাড়ির সদস্যদের সাথে যৌথভাবে খুলতে পারবেন গ্রাহকরা।
2) বছরে বছরে প্রিমিয়াম দেওয়ার সুযোগ থাকবে।
3) কোনোকারনে এই পলিসি পছন্দ না হলে পলিসি গ্রহনের তিনমাসের পরে সারেন্ডার করতে পারবেন। শর্ত কেবল একটাই

এক্ষেত্রে 30 থেকে 85 বয়সী পর্যন্ত ব্যক্তিরাই এই পলিসি গ্রহন করতে পারবেন। এলআইসি তরফ থেকে আরও জানানো হয়েছে যে স্কিম অনুযায়ী 45 বছর হয়ে গেলে কোন ব্যক্তি যদি এককালীন 10 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে বছরে তিনি 74 হাজার 300 টাকা পেনশন পাবেন। বিনিয়োগের পরপরই বা 15 থেকে 20 বছর পরেও এই পেনশন এর সুবিধা পাবেন গ্রাহকরা।

Related Articles