অর্থনীতি

পুজোর সময় করদাতাদের জন্য দারুণ সুখবর শোনাল কেন্দ্র

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর ২০২০৷ একমাস বাড়িয়ে দেওয়া হয়েছে সময়সীমা।

Advertisement
Advertisement

উৎসবের মরশুমে করদাতাদের জন্য ভালো খবর শোনাল কেন্দ্রীয় সরকার। আর সেই সুখবর হল আয়কর রিটার্নের সময়সীমা বাড়াল কেন্দ্র। ২০১৯-২০ অর্থবর্ষের জন্য সময়সীমা বাড়ানো হল। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর ২০২০৷ একমাস বাড়িয়ে দেওয়া হয়েছে সময়সীমা।

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) জানিয়েছে, এ বছরের শেষ দিনের মধ্যে ২০১৯-২০ আয়কর জমা দিতে হবে। করদাতারা যাতে অতিরিক্ত সময় পায় তাই এই সময়সীমা বাড়ানো হল। এছাড়া ট্যাক্সপেয়ারদের অ্যাকাউন্টে অডিট চলছে তাদের জন্যেও সময়সীমা বাড়ানো হয়েছে। এদের জন্য সময়সাম বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত করা হয়েছে।

CBDT বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন, যাদের অ্যাকাউন্টে অডিট করাতেই হবে তাদের ট্যাক্স জমা দেওয়ার তারিখ ৩১ অক্টোবর ২০২০ থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২১ করে দেওয়া হয়েছে। আগে ২০১৯-২০ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ ৩১ জুলাই ২০২০ পর্যন্ত। ছিল পরে সেটা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছিল। আর এবার আরও ১ মাস বাড়িয়ে দেওয়া হল। আর এরফলে সুবিধা হল করদাতাদের।

Related Articles