চাকরি জীবনে দুহাত ভরে উপার্জন করছেন আর তারসাথেই মিটিয়ে চলেছেন জীবনের যাবতীয় শখ আহ্লাদ। কিন্তু শখ মেটাতে গিয়ে সময় যে কখন বয়ে যায় খেয়াল থাকে না আর তার সাথেই চলে আসে অবসর জীবন। আর এই সময়ের সাথে ফাঁক দিয়ে গলে যায়, সঞ্চয়ের সুযোগ। বয়সের সাথে কর্মক্ষমতা কমে যায় কমে শক্তি তারসাথে আর্থিক অস্বাচ্ছন্দ্য জাঁকিয়ে বসে। তাই শেষ বয়সে আর্থিকদিক সুরক্ষিত করতে পরে নয় আজ থেকেই সঞ্চয়ী হতে হবে, ভবিষ্যতের কথা ভাবতে হবে কর্মজীবনের গোড়া থেকেই।
কিন্তু সঞ্চয় করলেই তো হলো না বিষয় হচ্ছে ঠিক জায়গায় সঞ্চয় করা। আর আজ আমরা আপনাকে সঞ্চয়ের কথাই বলব যেখানে একটু একটু করে জমালে অবসরকালে আপনি কোটি টাকা পেয়ে যেতে পারেন। PPF, বর্তমানে অর্থনৈতিক সুরক্ষা প্রদানের ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন এটি। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে ৭.১% হারে সুদ পাবেন আপনারা। এই চক্রবৃদ্ধি সুদে আপনি যদি ২৩ বছর বয়স থেকে বিনিয়োগ করা শুরু করেন তাহলে ৬০ বছর বয়সে সহজেই এক কোটি টাকার তহবিল পেয়ে যাবেন। জানুন বিস্তারিত-
পরে নয় বার্ধক্য অবস্থায় স্বাবলম্বী থাকতে ৩৭ বছর ধরে ধৈর্য ধরে PPF এ বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে টানা ৫০০০ টাকা করে দিতে হবে। ধরা যাক আপনার বয়স ২৩ এই বয়সে আপনি যদি পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ করা শুরু করেন তাহলে ৬০ বছর বয়সে ৩৭ বছর বিনিয়োগ সম্পূর্ণ হবে। এক্ষেত্রে সুদসহ 83,27,232 টাকার তহবিল গড়ে উঠবে। অবসরের পর সেটাই মোট 1,05,47,232 টাকা হবে।
এক কোটি টাকা তহবিলের জন্য মোট পাঁচবার পিপিএফ এক্সটেনশন করতে হবে। আসলে 15 বছরে PPF ম্যাচুয়র হয়ে যায়। এরপর 5 বছর করে বাড়িয়ে নিতে হয়। যেহেতু ৩৮ বছর বয়সে মোট ১৫ বছর পূর্ণ হবে তাই মোট পাঁচবার এক্সটেন্ড করাতে হবে। সেক্ষেত্রে ৪০ বছরের মোট বিনিয়োগ হবে ২৪ লক্ষ টাকার তার পরবর্তীতে আপনি মোট রিটান পাবেন ১,৩১,৬৩,৮৬৪ টাকা।