মাত্র ৬৩ টাকা করে জমালেই ৭ লক্ষ টাকা রিটার্ন, কীভাবে পাবেন জেনে নিন

আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বল্প উপার্জনকারী, সংসারের বোঝা সামলে যেটুকু টাকা হাতে থাকে তাতে সকলেই চাই সঠিক জায়গায় সঞ্চয় করতে। কিন্তু অনেকের মনেই ধারনা আছে সঞ্চয়ের জন্য বোধহয় অনেক টাকা প্রয়োজন। আর এই ধারনায় নস্যাৎ করে দিয়েছে এলআইসি। মাত্র 63 টাকা করে জমালেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করা সম্ভব।
দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বললে এলআইসি নামটাই মনে আসে। দীর্ঘদিন ধরে দেশের সবথেকে বড় ইন্সুরেন্স সংস্থা একাধিক পলিসি নিয়ে এসেছে জনসাধারনের সুবিধার্থে। এবার সম্প্রতি সেভিংস ও সুরক্ষার কথা মাথায় রেখে জনসাধারণের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে এলআইসি। প্রতিদিন মাত্র 63 টাকা করে জমালেই আপনি পেয়ে যাবেন সাত লক্ষ টাকা। বিষয়টি অবাক লাগলেও সত্যি। কোথায় কিভাবে বিনিয়োগ করতে হবে এ বিষয়ে বিশদে জেনে নিন।
এলআইসির এই প্ল্যানটির নাম নিউ জীবন আনন্দ পলিসি। এই পলিসি সুবিধাগুলি হলো-
1) এখানে পলিসি ম্যাচিওর করার পর পলিসির কভারেজ শেষ হয় না।
2) ম্যাচুরিটি সময় পলিসি হোল্ডার টাকা পাবেন এবং মৃত্যুর পর নমিনির যত টাকা পলিসি করানো থাকবে তত টাকা ফেরত পাবে।
3) পলিসি নেওয়ার তিন বছরের মধ্যে আপনি লোন নিতে পারবেন।
4) আপনি চাইলে তিন বা ছয় বা এক বছরেও প্রিমিয়াম জমা দিতে পারবেন।
এই বীমার জন্য গ্রাহকের বয়স হতে হবে 18 থেকে 50 বছর। এই স্কিমের নিয়ম অনুযায়ী ন্যূনতম এক লক্ষ টাকা রাখতে হবে। 4 লক্ষ টাকার পলিসি করলে সাড়ে সাত লক্ষ টাকার বেশি ফেরত পাবেন।