অর্থনীতিনিউজ

বিনামূল্যে রান্নার গ্যাস পাওয়ার সুবর্ণ সুযোগ, রইল আবেদন পদ্ধতি

সেপ্টেম্বর মাসের পর এই যোজনায় অন্তর্গত মহিলারা বিনামূল্যে সিলিন্ডার পাবেন না। তাই এটাই শেষ সুযোগ।

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতির জেরে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনায় গরিব গ্রামীণ মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবার ঘোষণা করেছিল। এর ফলে দেশের ৭.৪ কোটি মহিলা উপকৃত হয়েছিলেন। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই পরিষেবা চলবে বলে ঘোষণা করা হয়েছিল। সেপ্টেম্বর মাসের পর এই যোজনায় অন্তর্গত মহিলারা বিনামূল্যে সিলিন্ডার পাবেন না। তাই এটাই শেষ সুযোগ।

এবার জেনে নিন কিভাবে এই যোজনার বিশেষ সুবিধা আপনি নিতে পারবেন-

১) প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ রেজিস্ট্রেশনের জন্য সবার আগে একটি ফর্ম ভর্তি করে নিকটবর্তী এলপিজি অফিসে জমা দিতে হবে ৷

২) এরপর আবেদনকারী মহিলার নিজের নাম, জনধন অ্যাকাউন্ট নম্বর, পরিবারের সমস্ত সদস্যের নাম ও আধার নম্বর দিতে হবে ৷

৩) এই যোজনার ওয়েবসাইটে pmujjwalayojana.com গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

৪) এরপর পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দেশের সরকারি তেল সংস্থাগুলি গ্যাস কানেকশন করে দেবে৷ আপনি EMI অপশন সিলেক্ট করলে EMI-র টাকা সিলেন্ডারের সাবসিডির সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হবে।

এই প্রক্রিয়া খুব সহজে হয়ে যাবে। তবে মনে রাখতে হবে এই যোজনার সুবিধা যারা দারিদ্র সীমার নিচে রয়েছেন এবং বিপিএল কার্ড রয়েছে তারাই পাবেন।

Related Articles