মাত্র ৫৩ টাকা সঞ্চয় করে ১ কোটি টাকার মালিক হওয়ার সুবর্ণ সুযোগ, কি করবেন জেনে নিন

এখন বাড়িতে বসেই খুলতে পারবেন এনপিএস অ্যাকাউন্ট, দিন প্রতিদিন খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি, বেড়ে চলছে রেকর্ড সংক্রমন, এই পরিস্থিতিতে পেনশন রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া বা (PFRDA) এর তরফে এখনও পর্যন্ত e-KYC এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হচ্ছে।
এই অ্যাকাউন্টে প্রতিদিন ৫৩ টাকা করে জমিয়ে মাসে ১,৫৯০ টাকা সঞ্চয় করতে পারবেন ৷ যার বয়স এখন ২০ তিনি বছর ১০ শতাংশ টাকা ফেরৎ পাওয়ার কথা ভেবে প্রতিমাসে ১,৫৯০ টাকা করে ৪০ বছর জমালে তার রিটারমেন্ট এর সময় অর্থাৎ ব্যক্তির ৬০ বছর বয়সে সে জমাবে ১.০১ কোটি টাকা। ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত যে কেউ NPS-এর অন্তগর্ত, ১৮ বছর বয়সে বিনিয়োগ করা যেতে পারে, এমনকি ৫০ বছরেও বিনিয়োগ করতে পারবেন ৷ জমানো টাকা পাবেন ৬০ বছর বয়সের পর।
কিভাবে খুলবেন e-KYC পেন এবং ব্যাঙ্ক অ্যাকউন্ট?
e-KYC পেন এবং ব্যাঙ্ক অ্যাকউন্টের মাধ্যমে খুব সহজেই অ্যাকাউন্ট খুলে বিনিয়োগের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আয় করা সম্ভব। আধার কার্ডের মাধ্যমে অনলাইনে এনপিএস অ্যাকাউন্ট খোলা যাবে, এরপর গ্রাহকদের ন্যাশন্যাল পেনশন সিস্টেম সিলেক্ট করে রেজিস্ট্রেশনে করতে হবে। এরপর ব্যক্তিগত সাবস্ক্রাইবার এবং কর্পোরেট সাবস্ক্রাইবারের দুটি অপশন আসবে যার মধ্যে একটি নির্বাচন করতে হবে, এরপর আপনার ন্যাশনালিটি নির্বাচন করতে হবে।
এবার আধার অনলাইন বা অফলাইন KYC নির্বাচন করতে হবে, আপনার টিয়ার টাইপনটি বাছতে হবে৷ এবার ১২ অক্ষরের আধার নম্বর বা ১৬ অক্ষরের ভার্চুয়াল আইডি বেছে আপনার আধার অনলাইন প্রক্রিয়া জারি রাখতে হবে, এরপরে জেনারেট ওটিপিটি সিলেক্ট করবেন৷ এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যেটিকে সাবমিট করতে হবে৷