ফের সোনার দামে পতন, টানা সাত দিন নিম্নমুখী হলুদ ধাতু

আবার লকডাউন এর পথে হাঁটতে চলল রাজ্য আর তারই মধ্যে ফের পতন মুখী হলো সোনা। এর আগেও সোনার বাজারে বহুদিন ধরেই পতন দেখা গেছে আর সেই ধারা অব্যাহত রইল। সোনার দামের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়ে চলেছে। আগামী লকডাউনের বাজারে তা কিছুটা হলেও মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছে।
টানা সপ্তম দিন সোনার দামের পতন দেখা গেল এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের গোল্ড ফিউচার সাদ্দাম 0.07 শতাংশ কমে গেছে এরই জেরে 10 গ্রাম প্রতি সোনার দাম দাঁড়িয়েছে 46 হাজার 691 টাকা। অপরদিকে রুপোর দাম কমছে। 0.3 শতাংশ রুপোর দাম কমে এক কেজি রুপোর দাম হয়েছে 68 হাজার 439 টাকা।
এর আগের সেশনেও সোনা রুপোর দাম এর পর্যায় ক্রমিক পতন দেখা গিয়েছিল। গত সপ্তাহে সোনার দাম পৌঁছেছিল 48 হাজার 400 টাকা। কিন্তু বিশ্ববাজারের রেশ ধরে সোনার দাম আরো কমলো। 2020 সালের আগস্টে 10 গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছিল 56 হাজার টাকায় রুপোর দাম প্রায় 80000 পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু এরকম নিম্নমুখী সোনা রূপার দাম মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে।
প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারে সোনার দাম পড়ে গিয়েছে। মার্কিং 10 বছর ট্রেজারি বন্ডের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর প্রভাবে স্পট গোল্ড এর দাম 0.2 শতাংশ পতন হয় এবং প্রতি আউন্স সোনার দাম হয়েছে 1767.12 ডলার।