বর্তমানে অর্থ বিনিয়োগের জন্য নিরাপদ ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হল LIC। যেখানে অর্থ বিনিয়োগের ঝুঁকি প্রায় নেয় বললেই চলে এবং রিটার্নও মেলে ভালো। বর্তমানে গ্রাহকদের কথা ভেবে একাধিক নয়া প্রকল্প গ্রহণ করছে LIC। সম্প্রতি গ্রাহকদের ভবিষ্যতের কথা ভেবে একটি নয়া প্ল্যান নিয়ে এসেছে LIC, যাতে উপকৃত হতে চলেছেন গ্রাহকরা।
LICর পক্ষ থেকে নিয়ে আসা এই নতুন পলিসিটি হল “জীবন অক্ষয় পলিসি”। এই পলিসিতে অর্থ বিনিয়োগ করে গ্রাহকরা ভবিষ্যতের জন্য নিশ্চিত হতে পারবেন। এককালীন টাকা জমা করে ভবিষ্যতে মিলবে মোটা অঙ্কের পেনশন। যার ফলে বৃদ্ধকালীন অবস্থায় ভবিষ্যৎকে সুরক্ষিত করবে LIC। পেনশন হিসেবে মিলতে পারে প্রায় প্রতি মাসে ৩৬,০০০টাকা। তবে এর জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কারা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন চলুন জানি তার বিস্তারিত তথ্য।
এই নতুন প্ল্যানে অর্থ বিনিয়োগ করতে গেলে আপনার নূন্যতম বয়স হতে হবে ৩৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৮৫ বছর।
এই প্ল্যানে আপনি যদি ১লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে এই রিটার্ন হিসেবে প্রতি বছরে আপনি পাবেন ১২,০০০ টাকা। অর্থাৎ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে আপনি পাবেন ১০০০ টাকা।
তবে বেশি পরিমাণে রিটার্ন পেতে গেলে আপনাকে মোটা অংকের টাকা বিনিয়োগ করতে হবে। আপনি যদি ৭০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে সেক্ষেত্রে আপনি বার্ষিক রিটার্ন পাবেন ৪,৩৭,১৪৮ টাকা। অর্থাৎ ৭০ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি পেনশন পাবেন মাসে ৩৬,৪২৯ টাকা।
এই পেনশন আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক হিসেবে আপনার পছন্দমত নিতে পারবেন। এছাড়াও এককালীন মোটা অংকের রিটার্নেরও সুবিধে রয়েছে এই স্কিমে।