অর্থনীতিনিউজ

প্রতিমাসে ঘরে বসেই আয় করুন ৮০ হাজার টাকা! সুবিধা দিচ্ছে SBI, দেখুন কি করতে হবে

ভারতের মতো দেশে যে সকল ব্যাঙ্ক রয়েছে এখনো পর্যন্ত তার মধ্যে সবথেকে ভরসাযোগ্য ব্যাংক “স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া”। আর এর প্রধান কারণ হলো নিরাপত্তা আর তার সাথেই গ্রাহকদের জন্য সুযোগ সুবিধা। বহুবার নিজেদের স্কিমের মাধ্যমে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুযোগ করে দিয়েছে এসবিআই। আর এবার আরো একধাপ এগিয়ে এলো এসবিআই। ঘরে বসেই হাজার হাজার টাকা আয় করার সুযোগ করে দিচ্ছে এসবিআই।

আসলে সম্প্রতি স্টেট ব্যাংকের তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি নতুন স্কিম। যার মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব। আসলে এসবিআই গোটা দেশ জুড়ে তাদের এটিএম সম্প্রসারণের কাজ করছে। তাই তাদের এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে,চাইলেই প্রতিমাসে ৮০ হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি।

তবে এটিএম ফ্রাঞ্চাইজি নিতে হলে কিছু শর্ত রয়েছে-

শর্তাবলী-

1) এটিএম ফ্রাঞ্চাইজি নিতে হলে অবশ্যই জনবহুল রাস্তার উপরে নিজস্ব ৫০ থেকে ৮০ বর্গফুট জমি থাকতে হবে।

2) অন্য এটিএম থেকে কমপক্ষে ১০০ মিটার দূরে হতে হবে এই জায়গাটি।

3) জায়গাটি হতে হবে গ্রাউন্ড ফ্লোরে‌

4) এছাড়াও এক কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখতে হবে।

5) এটিএম এর ক্ষমতা প্রতিদিন প্রায় 300 টি লেনদেন হওয়া উচিত।

এই শর্তগুলি পূরণ করতে পারলেই খালি জমিতে এটিএম বসিয়ে মোটা টাকা আয় করা সম্ভব। যদি শর্তগুলো পূরণ হয়ে যায় তাহলে এটিএম ইনস্টলেশন এর জন্য আবেদন করতে পারেন।