পরিক্ষা ছাড়াই SBI-তে পাবেন মোটা টাকার চাকরি! দেখুন কিভাবে আবেদন করবেন

Advertisement

বর্তমান সময়ে ভালো চাকরি খুঁজছেন সকলেই। যার মধ্যে অন্যতম হলো ব্যাংকের চাকরি। এমন অনেক মানুষ রয়েছেন যারা ব্যাংকে চাকরির জন্য পড়াশোনা করছেন। তবে সম্প্রতি এমন একটি চাকরির খবর উঠে এসেছে যেখানে কোনো পরীক্ষা ছাড়াই আপনি সুযোগ পেয়ে যেতে পারেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র এই বিশেষ চাকরি সম্পর্কে।

Advertisements

যোগ্যতা: যোগ্যতা হিসেবে লাগবে স্নাতক-সহ MBA (ফাইনান্স) বা PGDBA বা PGDBM বা MMS (ফাইনান্স) অথবা CA বা CFA বা ICWA । একইসাথে প্রার্থীদের ৩ বছরের সুপারভাইজরি বা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো কর্পোরেট সংস্থায়।

Advertisements

শূন্যপদ: এই চাকরির জন্য মোট ৫৫টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ৯টি পদ SC, ৪টি ST, ১৪টি OBC এবং ৫টি EWS শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। দেশের যে কোনো জায়গায় এই চাকরির পোস্টিং হতে পারে।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের নির্বাচন করা হবে সাক্ষাৎকারের মাধ্যমে। সমস্ত নথিপত্র যাচাই করে তবেই নিয়োগ করা হবে।

কোথায় এবং কীভাবে আবেদন করা যাবে: প্রার্থীরা আবেদন করতে চাইলে ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে। প্রথমেই ৭৫০ টাকা জমা করতে হবে প্রার্থীদের। তবে SC, ST এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কোনো ফি লাগবে না।

Related Articles