এই কাজ করলেই নিমিষে ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! গ্রাহকদের সাবধান করল SBI

Advertisement

দেশবাসীকে সতর্ক করবার জন্য SBI এর পক্ষ থেকে জারি করা হলে সতর্কতা। বর্তমানে আমরা ইন্টারনেট প্রযুক্তিতে যেমন উন্নত হয়ে আমাদের কাজ অনেক সহজ হয়ে উঠেছে, ঠিক তেমনি বেড়েছে ইন্টারনেটকে ব্যবহার করে দুর্নীতি। দিন দিন এই সাইবার ক্রাইমগুলি এতটাই বেড়ে চলেছে যে এবার খোদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে জানা হল সতর্কতা।

Advertisements

কি কি সতর্কতা জারি করা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চলুন তা জেনে নেওয়া যাক।

Advertisements

সম্প্রতি SBI এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, যেকোনো অজানা লিংক থেকে অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকতে। এছাড়াও সতর্কবাণী দেওয়া হয়েছে কারো সাথে কোন রকম গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে। sbi নির্দেশ দিয়েছে কোন রকম অ্যাপ ইন্সটল করবার হলে আপেল অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ইনস্টল করবার জন্য।

এছাড়াও তারা জানিয়েছেন নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য অন্য কারো সাথে শেয়ার না করতে। যেমন DOB, ডেবিট কার্ড নম্বর, ইন্টারনেট ব্যাংকিং আইডি, পাসওয়ার্ড, CVV নম্বর এবং গুরুত্বপূর্ণ OTP কারো সাথে শেয়ার না করবার জন্য। এছাড়াও যেকোনো অচেনা লিংকে ক্লিক না করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে SBI এর পক্ষ থেকে।

এছাড়াও কখনো কখনো ব্যাংকের নাম করে গ্রাহকদের কাছে ফোন করা হয় এবং তাদের KYC করবার নামে ব্যক্তিগত তথ্য চুরি করা হয়। এগুলি থেকেও সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে এসবিআই। এই কারণে সারা ভারতে এই ক্রাইম রুখতে জনস্বার্থে টুইটারের মাধ্যমে এই সতর্কবার্তা জারি করা হয়েছে এবং গ্রাহকদের সর্বদা সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles