৬০ পেরিয়েও ফুটন্ত যৌবন, নিজেকে ফিট রাখতে রোজ এই বিশেষ পানীয় পান করেন নীতা আম্বানি

Advertisement

তার বয়স ৬০ পেরিয়েছে, তবে সৌন্দর্য্য এবং গ্ল্যামার এখনো হার মানাতে পারে কমবয়সী যুবতীদের। এর পেছনে কী রহস্য রয়েছে তা জানতে আগ্রহী সকলে। আজ আমরা সেই বিষয়টি সম্পর্কেই আলোচনা করবো এই প্রতিবেদনে। আপনি হয়তো ভাবছেন এখানে কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির সম্পর্কে।

Advertisements

স্বামীর মতো তিনিও ব্যবসায় যোগদান করেছেন। সংসারের পাশাপাশি মন দিয়ে ব্যবসা সামলাচ্ছেন তিনি। অন্যদিকে তাকে দেখে বোঝার উপায় নেই তার বয়স ৬০ পেরিয়েছে। কারণ, নিজেকে এতোটাই মেইনটেন করে রেখেছেন তিনি যে কারণে আজও তার সৌন্দর্য হার মানাতে পারে কমবয়সী যুবতীদের। তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাকে।

Advertisements

শোনা যায় নিয়মিত শরীরচর্চা করেন তিনি। যে তালিকায় রয়েছে জিম, যোগব্যায়াম এবং সাঁতার কাটা। তবে এর পাশাপাশি খাবারের দিকেও বেশ সচেতন নীতা। জানা গিয়েছে, তেল-মশলাদার খাবার থেকে দূরে থাকেন তিনি। তার বদলে বেশি করে ফলমূল এবং শাকসবজি খান। নিয়ম করে বিটরুটের রস পান করেন তিনি।

এছাড়া আরো কিছু প্রাকৃতিক জিনিসের নির্যাস পান করেন। শুধু তাই নয় বহুমূল্য জল পান করেন নীতা। যার অর্থ এটাই যে এতো ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় রাখতে ভোলেন না তিনি। অন্যদিকে এও জানা গিয়েছে যে তার বাড়িতে বিশেষ প্রশিক্ষিত রান্নার লোক রয়েছে, যার বেতন দু’লক্ষ টাকা।

Related Articles