একবার টাকা জমা করলেই লক্ষ্মীলাভ! সারাজীবন পেনশনের দুর্দান্ত সুযোগ নিয়ে এলো LIC

Advertisement

দারুন সুযোগ LIC গ্রাহকদের, একবার প্রিমিয়াম জমা দিলেই পাবেন সারাবছর পেনশন। দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির এলআইসি (LIC) সংস্থা। গ্রাহকরা একবার প্রিমিয়াম জমা দিলেই পাবেন সারা বছর পেনশন। পাশাপাশি রয়েছে লোন নেওয়ার সুযোগ। বলা যায় একটি সরল পেনশন স্কিম চালু করেছে এই সংস্থা। এই স্কিম গ্রহণ করলে বিরাট সুবিধা পাবেন গ্রাহকরা। তাই চলুন এই স্কিম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

এলআইসি (LIC) তরফে চালু করা এই নতুন পলিসি দুটি ভাবে গ্রহণ করা যায়। এককভাবে এবং যৌথভাবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি এই পলিসির সাথে সংযুক্ত হতে পারে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই পলিসি নেওয়ার পর থেকেই পেনশন পেতে শুরু করবেন। পরবর্তীতে সেই ব্যক্তির মৃত্যু হলে পলিসি নেওয়ার সময় যে ব্যাক্তি মনোনীত হয়েছিল সেই ব্যক্তিকে নির্ধারিত মূল্য ফিরিয়ে দেওয়া হবে।

Advertisements

অন্যদিকে, স্বামী এবং স্ত্রী উভয়েই যৌথভাবে এই পলিসির সাথে সংযুক্ত হতে পারে। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি যতদিন বেঁচে থাকবেন তিনি যত পরিমাণ পেনশন পাবেন। পরবর্তীতে তার মৃত্যু হলে অপর ব্যক্তি সেই পরিমাণ পেনশন পাবেন। তবে দুই ব্যক্তির যখন মৃত্যু হবে তারপরে মনোনীত ব্যক্তিকে পলিসির নির্ধারিত মূল্য ফিরিয়ে দেওয়া হবে। তবে এই পলিসি গ্রাহকরা পেনশন নেওয়ার জন্য মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর বা বার্ষিক যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারেন।

তবে যে বিকল্পই বেছে নিক না কেন পেনশন একই রকম পাবেন পেনশনভোগীরা। জানা গিয়েছে, এই নতুন স্কিমের নাম ইমিডিয়েট অ্যানুইটি স্কিম। যার মানে হচ্ছে পলিসি নেওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে পেনশন। বলা যায় এটি একটি বার্ষিক পরিকল্পনা। এলআইসি (LIC) সংস্থা তরফে জানিয়েছে, এলআইসির সমস্ত গ্রাহকদের জন্য এই পলিসির সব নিয়ম এবং শর্ত একই রকম থাকবে। তবে এই পলিসি গ্রহণ করার ৬ মাস পরে লোন নিতে পারবে এই পলিসি গ্রাহকরা।

Related Articles