কয়েক হাজার কর্মী নিয়োগ LIC-তে, স্নাতক হলেই এভাবে করুন আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কারণ, সম্প্রতি ‘এলআইসি’র তরফ থেকে কয়েক হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই যারা ‘এলআইসি’তে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হিসেবেই গণ্য করা হচ্ছে। জানা গিয়েছে, মধ্যাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, দক্ষিণ মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং কলকাতা পূর্বাঞ্চলে ‘অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার’ পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
শূন্যপদের সংখ্যা: ৯,৩৯৪ টি।
যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো শাখায় স্নাতক হতে হবে। এছাড়া জীবনবিমার এজেন্ট বা কর্মরতরাও এই পদের জন্য আবেদন করতে পারেন।
বয়সসীমা: ১লা জানুয়ারী ২০২৩-এর নিরিখে আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা www.licindia.in/careers.htm অথবা www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের ফি: সাধারণ বা জেনারেল ক্যাটাগরি অন্তর্ভুক্ত প্রার্থীদের ৭৫০ টাকা ও তফসিলি জাতি বা উপজাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের ফি দিতে হবে ১০০ টাকা।
পরীক্ষা: অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আর এই পরীক্ষাটি নেওয়া হবে আগামী ১২ই মার্চ।
আবেদনের শেষ দিন: আগামী ১০ই ফেব্রুয়ারীর মধ্যে আবেদন করতে হবে।