এই নিনজা টেকনিককে লটারি কাটুন, ঘরে কোটি টাকা আনুন

সময়ের সাথে সাথে বেড়ে চলেছে বেকারত্ব। মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই অবস্থায় অনেকের লটারীর টিকিট কাটার কথা মাথায় আসে। আসলে সকলেই পরিবার নিয়ে সুখে জীবনযাপন করতে চান। তবে এর জন্য চাই ভালো অঙ্কের টাকা। লটারী কেটে যেহেতু কম সময়ে ধনী হওয়া সম্ভব সেই কারণে এর প্রতি অনেকের ঝোঁক থাকে। তবে শুধুমাত্র লটারী কাটলেই হয় না। তার জন্য বেশ কিছু নিয়ম প্রয়োগ করতে হয়। আজ আমরা সেই নিয়ম সম্পর্কেই জানবো।
১. রাশিফল অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনে একটি শুভ দিন, বার বা তারিখ থাকে। চেষ্টা করুন সেগুলি মেনে টিকিট কাটার। তাহলে হয়তো আপনি পুরস্কার জিতলেও জিততে পারেন।
২. টিকিট কাটার আগে অবশ্যই বিষয়টা সম্পর্কে একটু গবেষণা করা দরকার। লটারী কাটার কিছুদিন আগে যে নম্বরে খেলা হয়েছে সেই নম্বরকে বাদ দেওয়ার চেষ্টা করুন। অন্য নম্বর পছন্দ হলে সেটা কিনে ফেলুন।
৩. যদি আপনার কোনো নির্দিষ্ট শুভ সংখ্যা থাকে তাহলে সেটি লটারীর নম্বরের সাথে মিলিয়ে কিনতে পারেন। এতে আপনি টাকা পেয়ে যেতে পারেন।
৪. আপনার পরিচিত কেউ যদি টিকিট কেটে একাধিকবার পুরস্কার পেয়ে থাকেন, তাহলে তার সাথে টিকিট কাটার চেষ্টা করুন। তবে অবশ্যই আগে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবেন টাকা জিতলে কীভাবে ভাগ-বাটোয়ারা হবে।
তবে মনে রাখতে হবে লটারী পুরোটাই ভাগ্যের খেলা। তাই তার ওপরে কোনো নিয়ম প্রয়োগ করে যে আপনি নিশ্চয়তার সাথে টাকা জিতবেন এমন কোনো মানে নেই। শুধুমাত্র আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করতে পারেন।