মে মাসে ১২ দিন বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

মে মাসের ১২ দিন বন্ধ থাকতে পারে ব্যাংক। আর তার কারণ হলো মে মাস জুড়ে একাধিক হলিডে। ১ মে শ্রমিক দিবস, ২ মে রবিবার অর্থাৎ মে মাসের শুরুতেই দুদিন পর পর বন্ধ থাকবে ব্যাংক। আর সেই কারণেই অস্বস্তিতে পড়তে পারেন গ্রাহকরা, তাই তাদের জন্য রইলো মে মাসের কোনদিন ব্যাংক বন্ধ থাকবে এবং কোনদিন খোলা থাকবে তার সম্পূর্ন তালিকা।
RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ১ মে শ্রমিক দিবসের কারণে বন্ধ থাকবে ব্যাংক। এরপর ৭ মে জামাত–ই–বিদা উপলক্ষ্যে ছুটি থাকবে, এবং ১৩ তারিখ রয়েছে ঈদ। ১৪ মে একসাথে রয়েছে অক্ষয় তৃতীয়া ও বাসব জয়ন্তী এবং পরশুরাম জয়ন্তী, একাধিক পরবের কারণে বিভিন্ন রাজ্যে ব্যাংক ছুটি থাকবে এই দিন। ১৬ তারিখ পড়ছে বুদ্ধ পূর্ণিমার ছুটি।
আর এছাড়াও থাকছে সপ্তাহান্তের ছুটি। ২ মে, ৯ মে , ১৬ মে, ৩০ মে থাকছে রবিবারের ছুটি, এবং ৮ মে দ্বিতীয় ও ২২ মে চতুর্থ শনিবার পড়ছে। ১ মে, ৭ মে এবং ১৪ মে ব্যাংক বন্ধ থাকবে এই রাজ্যে। অর্থাৎ এই রাজ্যে মে মাসে মোট ৯ দিন ব্যাংক ছুটি থাকছে।
তবে এই দিনগুলি ছাড়াও খুব প্রয়োজন না পড়লে করোনা পরিস্থিতিতে ব্যাংকে না যাওয়ারই উপদেশ দিচ্ছে বিশেষজ্ঞরা, বর্তমানে প্রযুক্তির দৌলতে আপনি বাড়িতে বসেই ব্যাংকের দরকারি কাজগুলি সেরে নিতে পারেন অনলাইন।