বিনোদনভাইরাল ভিডিও

চোখে সানগ্লাস, ‘পাঠান’-এর গানে দাদু-মাসির সঙ্গে জমিয়ে নাচ রাজপুত্র ইউভানের (VIDEO)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির (Subhasree Ganguly) দিদি দেবশ্রী গাঙ্গুলি। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি৷ ভিডিওতে দেখা গিয়েছে, রাজ ও শুভশ্রী পুত্র যুভান মাসি ও দাদুর সঙ্গে জমিয়ে নাচ করছে। যুভানের পরনে রয়েছে টিশার্ট ও শর্টস এবং শুভশ্রীর দিদি দেবশ্রী পরেছেন বাঘছাল প্রিন্টেড পোশাক। একটি বড় সানগ্লাস নিয়ে মেতে থাকতে দেখা গিয়েছে যুভানকে। সে কখনও রোদচশমাটি নিজে পরছে আবার দাদুকে পরিয়ে দিচ্ছে। এরই মাঝে গানের তালে নাচ চলছে।

সামনে সোফায় বসে থাকা দিদাকে আদর করছে যুভান, আবার মাসির মুখের কাছে খেলনা কাপ ধরতে দেখা যাচ্ছে তাকে। কখনও সোফায় বসে থাকা শুভশ্রীর ফোনাে উঁকি দিচ্ছে ছোট্ট যুভান। পারিবারিক এই ভিডিও দেবশ্রী তার সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “এটাই হলাম আমরা, আমাদের জীবন, আমাদের গল্প, আমাদের বাড়ি।” ভিডিওটির সঙ্গে দেবশ্রী ‘ঝুমে জো পাঠান’ গানটি জুড়ে দিয়েছেন। আর এই ভিডিওতে নানান প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেট দুনিয়ার মানুষ।

দেবশ্রী মাঝেমধ্যে তার সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন। কিছুদিন আগে শুভশ্রী ও দেবশ্রীকে দেখা গিয়েছিল ‘টামটাম’ গানে যুভানকে সঙ্গে নিয়ে নাচ করতে। সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই ওয়েব সিরিজে শুভশ্রীকে ৭৫ বছর বয়সী ইন্দুবালার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এর পাশাপাশি শুভশ্রী জি বাংলার ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়েলিটি শো-এর মঞ্চে বিচারকের ভূমিকায় রয়েছেন।

শুভশ্রী কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানান, তার স্বামী ও পরিবার তার পেশাগত জীবনকে সাপোর্ট করে। নাহলে তিনি হয়তো ভালোভাবে নিজের কাজটি করতে পারতেন না। এর পাশাপাশি শুভশ্রী জানান, রাজ নিজে একজন ট্যালেন্টেড পরিচালক তাই সে ট্যালেন্টকে সম্মান করতে পারে। মাঝেমধ্যে যখন মাতৃত্ববোধ থেকে অপরাধবোধ কাজ করে এবং মনে হয় সন্তানকে বাড়িতে রেখে বাইরে এতক্ষণ ধরে কাজ করছি, এরপর রাজ বেঝায় যুভানকে বুঝতে হবে তার মা ওয়ার্কিং ওম্যান। তার পাশাপাশি অভিনেত্রী জানান, ছেলে যুভান এভাবেই অভ্যস্থ।