রাজ-শুভশ্রীর একমাত্র ছেলের নাম ‘ইউভান’, এই নামের অর্থ শুনলে চমকে যাবেন

টলিপাড়ার সবচেয়ে চর্চিত দম্পতিদের মধ্যে অন্যতম হলেন রাজ-শুভশ্রীর জুটি। তাদের কর্মজীবন থেকে শুরু করে, দাম্পত্য জীবন সোশ্যাল মিডিয়ায় একটি চর্চার বিষয়। নেটিজেনদের সর্বদাই নজর থাকে তাদের জীবনযাত্রার ওপর। আর এখন তাদের পরিবারে যুক্ত হয়েছে এক নতুন অতিথি ইউভান। তাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। ছোট্ট ইউভানের নানা কার্যকলাপ মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে।
তবে ইউভান নামটি বেশ পছন্দ হয়েছে নেটমহলের সকলের। ইউভান নামের অর্থ হলো মহাদেব। ইউভানের আরেকটি অর্থ হলো শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী। এত সুন্দর নামটির পেছনে আক্ষরিক অর্থ গুলি নজর কেড়েছে নেটিজেনদের । তাই অনেকেরই পছন্দের তালিকায় যুক্ত হয়েছে এই সেলিব্রিটি দম্পতির সন্তানের নাম। রাজ-শুভশ্রী তার সন্তানের জন্য অনেকগুলি নাম পছন্দ করেছিলেন। আজ আপনাদের জানাবো সেই নামগুলি এবং সঙ্গে তাঁর আক্ষরিক অর্থ।
আদি – আদি নামের অর্থ হলো শুরু। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ডাকনাম হিসেবে এটি ব্যবহার করা হয়।
আরিয়ান – শাহরুখ পুত্রের নাম আরিয়ান। যার অর্থ হলো মহান বা সম্মানিত।
আয়াংশ – সূর্যদেবের অপর নাম হল আয়াংশ।
বিভান – বিভান নামের আক্ষরিক অর্থ হলো প্রাণবন্ত বা উদীয়মান সূর্যরশ্মি।
বিদিত – বিদিত নামের অর্থ হল বুদ্ধিমান।
বিপুল – বিপুল নামের অর্থ হলো প্রাচুর্য বা অর্থ সম্ভার।