মাত্র দু-বছরেই নুসরতের অধ্যায় শেষ? নতুন ‘রহস্যময়ী’র প্রেমে রোমান্টিক বার্তা দিলেন যশ!

‘কখনো তোমার যদি নিজেকে একলা মনে হয়, জেনে রেখো তোমার জন্য আমি অপেক্ষা করছি’! এমনই বার্তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরলেন জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত! কিন্তু কার উদ্দেশ্যে? স্ত্রী নুসরত নাকি অন্য কারোর? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। আসলে এই অভিনেতাকে নিয়ে সমালোচনার শেষ নেই দর্শকমহলে।
এর নেপথ্যে যে কারণ রয়েছে তা আমাদের সকলেরই জানা। একসঙ্গে কাজ করতে গিয়ে পরকীয়ায় জড়িয়েছিলেন নুসরত এবং যশ। এরপর থেকেই দু’জন সমালোচনার শিরোনামে উঠে আসেন। যদিও বর্তমানে সুখে সংসার করছেন তারা। তবে এর মাঝে কার উদ্দেশ্যে এরকম বার্তা দিলেন অভিনেতা? আসলে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি।
যেখানে দেখা যাচ্ছে কানে এয়ারপড গুঁজে জানালার দিকে আনমনে তাকিয়ে রয়েছেন তিনি। ছবি পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু প্রশ্ন জাগিয়ে তুলেছে তার ছবির ক্যাপশন, ‘যদি কখনো নিজেকে একলা লাগে তাহলে জেনে রেখো আমি তোমার জন্য অপেক্ষা করছি।’ যদিও তিনি কার জন্য অপেক্ষা করছেন সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
অনেকের মতে স্ত্রীর উদ্দেশ্যে এমনটা লিখেছেন তিনি। আবার কারোর মতে হয়তো নতুন প্রেমে পড়েছেন অভিনেতা। যদিও তার উত্তর একমাত্র তিনি দিতে পারবেন। অন্যদিকে খুব শীঘ্রই নুসরত-যশ জুটিকে দেখা যাবে বেশ কয়েকটি সিনেমায়। যার মধ্যে রয়েছে ‘শিকার’, ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ প্রভৃতি। এছাড়াও ‘ইয়ারিয়া টু’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন যশ।