বিনোদন

শুধুই রেখা, নামের পাশে কেন পদবী ব্যবহার করেন না অভিনেত্রী? কারণ জানলে চমকে যাবেন

তিনি বলিউডের এভারগ্রীন অভিনেত্রী, বর্তমানে পর্দায় তাকে না দেখা গেলেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। তবে তার নামের পাশে কখনোই পদবী দেখা যায়নি। যার ফলে অনেকের মনে প্রশ্ন উঠেছে কী কারণে পদবী ব্যবহার করেন না তিনি? কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আজ আমরা কথা বলছি বলিউড অভিনেত্রী রেখার সম্পর্কে।

আমরা সকলেই জানি যে বলিউড তারকাদের কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ থাকে না দর্শকদের। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন সব বিষয়ই হয়ে ওঠে হটটপিক। সেরকমই একজন অভিনেত্রী হলেন রেখা। তার গোটা জীবনটাই যেন এক রকমের রহস্য। তাইতো সেই সব জানতে আরও বেশি আগ্রহী হয়ে পড়েন অনুরাগীরা।

হয়তো অনেকে খেয়াল করেছেন এই অভিনেত্রী কখনোই পদবী ব্যবহার করেন না। তবে এর পেছনে রয়েছে বিশেষ একটি কারণ। আসলে তার বাবা কখনোই তার মা এবং তাকে মর্যাদা দেননি। সে কারণেই এমনটা করতে হয়েছে অভিনেত্রীকে। তার বাবা ছিলেন বিখ্যাত তামিল অভিনেতা জেমিনি গণেশন আর মা ছিলেন তেলেগু অভিনেত্রী পুষ্পাবলী।

জানা গিয়েছে রেখা যখন খুব ছোট ছিলেন তখন তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এমনকি তার বাবার নাকি একাধিক বিয়ে ছিল। রেখার মা’কে তিনি কখনোই মর্যাদা দেননি। জেমিনি গণেশনের সাথে বিয়ে না হলেও দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন পুষ্পাবলী। তবে তাদের কখনোই নিজের সন্তান হিসেবে স্বীকার করেননি ওই অভিনেতা। সেই কারণেই এই অভিনেত্রী কখনো বাবার পদবী ব্যবহার করেন না।