কেনো ভেঙেছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘রোমান্টিক জুটি’? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নব্বইয়ের দশকে টলিউড ইন্ডাস্ট্রির হিট জুটিদের মধ্যে প্রথমদিকেই নাম আসে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার। একসময় তাদের জুটি ছিল সুপারহিট। একসাথে প্রায় পঞ্চাশটিরও বেশি হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। পর্দায় তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতোন। তবে হঠাৎ করে একসাথে কাজ করা বন্ধ করে দেন তারা।
যার ফলে সকলের মনে প্রশ্ন জাগে কী কারণে এমনটা করতে হয়েছিল তাদের? আজ আমরা সেই সম্পর্কেই আলোচনা করবো। আসলে পর্দায় তাদের রসায়ন এতোটাই গভীর ছিল যে তার প্রভাব বাস্তবজীবনেও পড়েছিল। এমনকি শোনা গিয়েছিল গোপনে প্রেম করছিলেন তারা। যার প্রভাব পড়ছিল প্রসেনজিতের দ্বিতীয় বিয়েতে।
এছাড়াও তাদের মধ্যে থাকা কিছু মতভেদের কারণেও জুটি ভেঙে গিয়েছিল তাদের। যার ফলে একসময় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা আর একসাথে কাজ করবেন না। অন্যদিকে এও শোনা যায় যে ঋতুপর্ণার বিয়ের দিন নাকি থমথমে হয়ে গিয়েছিল প্রসেনজিতের মুখ। এই বিষয়টি নিয়ে তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল।
তবে তারা জানিয়েছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু ছিলেন তার থেকে বেশি কিছু নয়। অন্যদিকে দীর্ঘ দশ বছর পর তাদের একসঙ্গে দেখা গিয়েছে ‘প্রাক্তন’ সিনেমায়। এতোদিন পর তাদের দেখে বেজায় খুশি হয়েছিলেন দর্শকেরা। সেই সিনেমাও সুপারহিট হয়েছিল। অন্যদিকে সম্প্রতি প্রসেনজিৎ প্রযোজিত ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ সিনেমায় তাদের দেখা গিয়েছে।