দেব, জিৎ নাকি প্রসেনজিৎ, টলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক কে নেয়?

বর্তমানে বলিউডের মতন টলিউড অভিনেতারা মোটা টাকার পারিশ্রমিক নেন। অনেকেই জানেন বলিউডের প্রথম সারির অভিনেতারা মোটা টাকা পারিশ্রমিক নেন। তেমনই টলিউডের অভিনেতারাও এমন পারিশ্রমিক নিয়ে থাকেন। কে কত টাকা নেন তা আলোচনা করা হল আজকেই প্রতিবেদনে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) – ছবির গল্প, ধরনের উপর পারিশ্রমিক নির্ভর করে। অর্থাৎ সকল ছবিতে একই পারিশ্রমিক হয় না। তেমনই টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ছবি পিছু পারিশ্রমিক হিসেবে ৯০ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন।
জিৎ (Jeet) – জিৎ-এর রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা। তিনি প্রচুর ছবি উপহার দিয়েছেন তার ভক্তদের। ছবি পিছু জিৎ ২ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে তিনি টলিউডের সবথেকে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।
দেব (Dev) – জিৎ-এর মতন দেবের রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা। এতদিনে দেব নিজের অভিনয়ের ধরন বদলেছেন। আগের থেকে বদলেছে তার গল্প বাছাইয়ে ধরন। এর পাশাপাশি তিনি একজন রাজনৈতিক মানুষ। তাই তার জনপ্রিয়তা বেশ তুঙ্গে। দেব ছবি পিছু ২ থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) – আবির টলি পাড়ার বেশ জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে অনেক চ্যালেঞ্জিং অভিনয় করে সকলের নজর কেড়েছেন। তিনি ছবি পিছু অভিনয় করতে ৪০ থেকে ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) – যিশু এখন আর টলিউডে থেমে নেই। তিনি বলিউড সহ দক্ষিণী ছবিতেও বেশ দাপটের সঙ্গে অভিনয় করছেন। তিনি পারিশ্রমিক হিসেবে ৩০ থেকে ৬০ লক্ষ টাকা নিয়ে থাকেন।
মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty) – বলিউড থেকে টলিউড সকল জায়গায় নিজের অভিনয় ও নাচ দিয়ে সকলের নজর কেড়েছেন। বর্তমানে তিনি বাংলা ছবিতে অভিনয় করতে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
সোহম চক্রবর্তী (Soham Chakroborty) – সোহম বর্তমানে টলিউডে বিশেষ সক্রিয় নন। তবে শিশু শিল্পী হিসেবে আগমন ও পরে নায়ক হিসেবে সিনেমার পর্দায় অভিনয়। সোহম ছবিতে অভিনয়ের জন্য ৩০ থেকে ৪০ লক্ষ টাকা নিয়ে থাকেন।
অঙ্কুশ হাজরা (Ankush Hazra) – টলিউডে জনপ্রিয় অভিনেতাদের তালিকায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন অঙ্কুশ। বর্তমানে তার পারিশ্রমিক বেড়েছে। অভিনেতার পাশাপাশি তিনি একজন সফল সঞ্চালক। তিনি ৬০ থেকে ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) – টলিউড থেকে বলিউডে বেশ জনপ্রিয় পরমব্রত। তিনি যে অভিনয়ে পটু তার প্রমাণ মিলেছে বহুবার। অভিনেতা সিনেমা পিছু ২০ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) – বাংলা ধারাবাহিক থেকে বড় পর্দায় আগমন ঘটে তার। দর্শকদের মাঝে তিনি বেশ জনপ্রিয়। বর্তমানে ছবিতে অভিনয়ের জন্য তিনি ১০ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।