Udita Goswami: ‘আগার তুম মিল যাও’ গানের সুন্দরী অভিনেত্রীকে মনে আছে? রাতারাতি কোথায় হারিয়ে গেলেন

Advertisement

Udita Goswami: ‘জেহর’ সিনেমার সেই ‘আগর তুম মিল যাও’ গানটির কথা মনে আছে? যেখানে ইমরান হাশমির সাথে নায়িকার চুম্বনের দৃশ্য ফুটে উঠেছিল? বেশ কিছু বছর কেটে গেলেও সিনেমাটি আজও সমান জনপ্রিয় রয়েছে দর্শকমহলে। তবে যে অভিনেত্রীকে এই সিনেমায় দেখা গিয়েছিল, তাকে আর অভিনয় জগতে দেখা যায় না। কোথায় হারিয়ে গেলেন তিনি? আজ আমরা সেই বিষয়েই আলোচনা করবো।

Advertisements

বলিউডে জনপ্রিয়তা লাভ করা যতটা কঠিন, তার থেকে বেশি কঠিন সেই জনপ্রিয়তা ধরে রাখা। এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা প্রথমদিকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেও ধীরে ধীরে তারা বলিউড থেকে হারিয়ে গিয়েছেন। তাদের মধ্যেই একজন হলেন উদিতা গোস্বামী। মাত্র ১৭ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি, লাভ করেছিলেন বিপুল জনপ্রিয়তা।

Advertisements

 

Mukesh Ambani: রূপ-গুণ দুটোতেই সেরার সেরা, মুকেশ আম্বানির রূপসী বৌমাকে দেখলে খাবেন ক্রাশ

তবে বর্তমানে আর তাকে অভিনয় জগতে দেখা যায় না। ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেছিলেন উদিতা। বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে। যার মধ্যে অন্যতম হলো ‘নোকিয়া’, ‘পেপসি’ প্রভৃতি। ২০০৩ সালে ‘পাপ’ সিনেমাএ মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন উদিতা। এরপর ধীরে ধীরে একাধিক সিনেমায় দেখা যায় তাকে। সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন ‘জেহর’ সিনেমার মাধ্যমে।

তবে বর্তমানে একজন আদর্শ গৃহিণী হয়ে উঠেছেন তিনি। নয় বছর ধরে তার সম্পর্ক ছিল মোহিত সুরির সাথে। এরপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর অভিনয়কে বিদায় জানিয়ে তিনি সংসারে মনোনিবেশ করেন। তবে তিনি এমনটা কেন করলেন সেই প্রশ্ন আজও ঘুরপাক খায় অনুরাগীদের মনে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় থাকেন তিনি। জীবনের নানান মুহূর্তকে তুলে ধরেন সকলের সামনে।

Related Articles