নব্বই দশকের জনপ্রিয় ‘পালকিতে বউ চলে যায়’ গানের গায়িকাকে মনে আছে? বর্তমানে কোথায় হারিয়ে গেলেন মিতা চ্যাটার্জি?

নব্বই দশকের কোনো অনুষ্ঠানবাড়ি মানেই সেখানে বেজে উঠতো মিতা চ্যাটার্জির গান। বিয়ে বাড়ি হোক বা পুজো প্যান্ডেল এই শিল্পীর গান থাকা ছিল বাধ্যতামূলক। এরপর পেরিয়ে গিয়েছে দীর্ঘ সময়। তবে তার গান আজও হৃদয়ে রয়েছে শ্রোতাদের। উল্লেখযোগ্য বিষয় হলো এই গায়িকাকে কিন্তু আর দেখা যায় না। কোথায় হারিয়ে গেলেন তিনি?
মিতা চ্যাটার্জি সেই সময় আশাকণ্ঠী গায়িকা হিসেবে পরিচিত ছিলেন। এমনকি তাকে বাংলার আশা ভোঁসলেও বলা হতো। যদিও তিনি এই বিষয়টি পছন্দ করতেন না। আসলে তিনি আশা ভোঁসলের গানের স্টাইল নকল করতেন বলেই থাকে এই পরিচিতি দেওয়া হয়েছিল। সেই সময় ভীষণই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তার গাওয়া সবথেকে বেশি জনপ্রিয় গানটি ছিল ‘পালকিতে বউ চলে যায়।’
৩ দশক পেরিয়ে গেলেও সেই গানের জনপ্রিয়তা কিন্তু একই রকম রয়েছে। তবে শুধু এই গানটি নয় এরকম একাধিক সুপারহিট গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। কিন্তু তিনি যখন প্রথম এই গানটি গেয়েছিলেন সেটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি। তার ৭ বছর পর আরো একবার সেটি মুক্তি পেলে ব্যাপক জনপ্রিয় হয় শ্রোতামহলে। যে কথা তিনি নিজে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
প্রথমে ১৯৯৩ সালে একটি মিউজিক কোম্পানিতে যোগ দিয়ে এই গানটি গেয়েছিলেন তিনি। যা দর্শকেরা খুব বেশি পছন্দ করেননি। ২০০০ সালে অন্য একটি মিউজিক কোম্পানি এই গান পুনরায় রিলিজ করলে তার জনপ্রিয়তা বেড়ে যায় রাতারাতি। অন্যদিকে তিনি জানিয়েছিলেন তার আশা ভোঁসলের সাথে দেখা করার ভীষণ ইচ্ছে ছিল। একটি অনুষ্ঠানে সেটি পূরণও হয়েছিল। আশাদেবী তাকে জীবনে এগিয়ে যাওয়ার আশীর্বাদ দিয়েছিলেন।