Shefali Jariwala : মাত্র ১৫ বছর বয়সে কঠিন রোগের শিকার, বর্তমানে কেমন আছেন ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী?

Shefali Jariwala : বলিউডে এমন অনেক তারকাদের আমরা দেখতে পাই যারা একসময় বেশ নাম করলেও কালের নিয়মে হারিয়ে যান। এর আগেও এমন অনেক তারকাকে দেখা গিয়েছে যারা অভিনয় জগতে খুব কম সময়ে অভিনয় করলেও দাগ কেটে গিয়েছেন মানুষের মনে। তবে সেভাবে জনপ্রিয় হতে না পারায় ধীরে ধীরে হারিয়ে গিয়েছেন। তেমনই একজন হলেন শেফালী জারিওয়ালা (Shefali Jariwala)।
তাকে সবাই ‘কাটা লাগা গার্ল’ বলে চেনেন। নব্বই দশকের জনপ্রিয় গান এবং সেই গানের নায়িকা হয়ে যায় জনপ্রিয়। আর এভাবে সে সকলের মনে ছাপ ফেলে যায়। একটি মাত্র ভিডিওতে নাচ করে সকলের কাছে জনপ্রিয় হয়েছিলেন শেফালী। কিন্তু বলিউডে সেভাবে জায়গস করতে না পারায় ধীরে ধীরে হারিয়ে যান তিনি। তার রূপে বলিউড সহ দর্শকেরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
কিন্তু সিনেমা জগতে বিশেষ জায়গা করতে পারেননি তিনি। কারণ হিসেবে জানা যায়, যখন তিনি খুব ছোটো সেইসময় থেকে তার মৃগী রোগ ছিল। মাত্র ১৫ বছর বয়সে তিনি এই রোগে আক্রান্ত হন। এই রোগের জন্য তাকে ওষুধ খেতে হত। এরপর থেকে ১০ বছর তাকে রোগটি বয়ে বেড়াতে হয়েছে। মৃগীর ওষুধ খেলেও তার ছিল একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া।
এর জন্য তার ঘনঘন মেজাজ বদল হত। সমাজে মানুষের সঙ্গে মিশতে গেলে বেশ সমস্যায় পড়তে হত। চরম হতাশা নেমে আসে তার জীবনে। ধীরে ধীরে আত্মবিশ্বাস কমতে শুরু করে। শেফালী বলেন, ভুল সময়ে ভুল জায়গায় এই রোগটি চেপে বসত। বিশেষ করে তিনি যখন মঞ্চে থাকতেন। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়লেও রোগের কারণে তিনি চ্যালেঞ্জের মুখোমুখি হন বহুসময়।
তবে বর্তমানে তিনি পুরোপুরি মৃগী রোগ মুক্ত। চিকিৎসার সাহায্যে তিনি আজ রোগটি থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছেন। গত ১৫ বছর ধরে তার এই রোগটি নেই। তিনি এখন পুরোপুরি সুস্থ।