ক্যাটরিনাকে টেক্কা দিতে সালমানের হাত ধরে বলিউডে প্রবেশ, বর্তমানে এমন হালে দিন কাটাচ্ছেন জারিন খান

Advertisement

একসময় ‘বীর’ সিনেমার মাধ্যমে জোরদার অভিষেক হয়েছিল বলিউডে। তবে ধীরে ধীরে যেন সবটাই ফিকে হয়ে গিয়েছে। আর তাকে বলিউডে দেখা যায় না। সম্প্রতি এবার নিজের শারীরিক গঠনের কারণে কটাক্ষের সম্মুখীন হলেন তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি অভিনেত্রী জারিন খানের সম্পর্কে। তাকে দেখতে অনেকটা ক্যাটরিনা কাঈফের মতো।

Advertisements

শোনা যায় এই কারণেই নাকি বলিউডে প্রবেশ হয়েছিল তার। যদিও ক্যাটরিনার মতোন কেরিয়ার তৈরি করতে পারেননি তিনি। তাইতো কয়েকটি সিনেমায় অভিনয় করেই হারিয়ে গিয়েছেন। কয়েক বছর আগে সলমন খানকে নিয়ে মন্তব্য করে লাইমলাইটে উঠে এসেছিলেন তিনি। এছাড়াও ক্যাটকে খোঁচা দিয়েছিলেন তার নাম উল্লেখ না করে।

Advertisements

আর এবার সম্প্রতি তাকে দেখা গেল মুম্বাইয়ের একটা জিমের সামনে। আসলে জিমে প্রবেশ করার আগে তিনি পাপারাজ্জিদের সম্মুখীন হয়েছিলেন। সেখানেই হাত নাড়তে দেখা গিয়েছে তাকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বেশ খানিকটা মোটা হয়ে গিয়েছেন তিনি। যার ফলে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। কেউ যেমন বলেছেন, ‘বান পাউরুটি’। আবার কেউ বলেছেন ‘মোটা মুরগী’।

সবমিলিয়ে আরো একবার আলোচনায় উঠে এসেছেন তিনি। এর আগে জারিন জানিয়েছিলেন তার ওজন বাড়ার প্রবণতা রয়েছে। কলেজে পড়ার সময় তার ১০০ কেজি পর্যন্ত ওজন হয়ে গিয়েছিল। ওজন কমিয়ে পা রাখেন মডেলিংয়ে। যদিও ডেবিউ করার সময় তার কিছুটা ওজন বাড়াতে হয়েছিল। যার ফলে তাকে ‘ফ্যাটরিনা’ তকমাও দেওয়া হয়েছে।

Related Articles