বন্ধুত্ব নাকি প্রেম? জানেন কি জিৎ- এর সঙ্গে কি সম্পর্ক ছিল কোয়েলের?

শুধু বন্ধুত্ব নয় প্রেমের সম্পর্কও নাকি ছিল টলিউড অভিনেতা জিৎ এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের মধ্যে! এক সময় এমনই গুঞ্জন ছড়িয়েছিল দর্শকমহলে। নব্বইয়ের দশকের এই জুটিকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। সমস্ত জুটিকে পেছনে ফেলে দিয়ে জিৎ-কোয়েল হিট হয়েছিল দর্শকদের মাঝে। একসঙ্গে বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তারা।
তাদের জনপ্রিয়তা আজও বজায় রয়েছে অনুরাগীদের কাছে। যদিও এই জুটিকে একসঙ্গে আর কাজ করতে দেখা যায় না। যার ফলে তাদের একপ্রকার মিস করেন দর্শকেরা। এমনকি বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে কাজ করার অনুরোধ নিয়েও হাজির হয়ে যান তারা। কারণ, তাদের রসায়ন ভীষণই পছন্দ করতেন সকলে।
তবে এক সময় রটে গিয়েছিল তাদের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। আসলে পর্দায় ভালো রসায়ন থাকলে বাস্তব জীবনেও সেটিকে আসল মনে করেন সকলে। এমনকি তাদের এই জল্পনার কারণেই স্বস্তিকার সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল জিতের। স্বস্তিকা মনে করেছিলেন কোয়েলের সাথে সম্পর্কে জড়িয়েছেন জিৎ। এরপর নিজেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন।
যদিও আসল বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কারণ, তাদের মধ্যে কেবলমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। যা আজও অটুট রয়েছে। এই দু’জন টলিউডের এমনই দুই তারকা যারা কোনো সময় সমালোচনায় জড়ান না বরং নিজের নিজের জীবন নিয়ে আনন্দে থাকেন। দু’জনেই আলাদা আলাদা মানুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং সংসারে সুখী রয়েছেন।