আত্মহত্যা নাকি খুন, কিভাবে মৃত্যু হয়েছিল ‘দিওয়ানা গার্ল’ দিব্যা ভারতীর?

বলি ইন্ডাস্ট্রির এক সময়কার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন দিব্যা ভারতী (Divya Bharti)। যিনি খুব কম বয়সেই রুপ, সৌন্দর্য এবং অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন দর্শকদের। তবে হঠাৎ করেই মাত্র ১৯ বছর বয়সে অকালে মৃত্যু হয় অভিনেত্রীর। যে মৃত্যুর রহস্য আজও থেকে গিয়েছে অন্ধকারে।
প্রত্যক্ষদর্শীদের মতানুসারে জানা যায়, অস্বাভাবিকভাবে মৃত্যু হয় অভিনেত্রী দিব্যা ভারতী (Divya Bharti)-র। আজ থেকে প্রায় ৩০ বছর আগের ঘটনা। চেন্নাই (Chennai) থেকে মুম্বাই (Mumbai)-তে নিজের বাড়িতে ফিরেছিলেন দিব্যা। একটি শুটিংয়ের কারণে হায়দ্রাবাদে (Hyderabad) যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পায়ে চোট লাগায় তিনি পিছিয়ে দেন সেই শুটিংয়ের ডেট।
মুম্বাইতে নিজের বাড়িতে ফিরলে অভিনেত্রী সাথে দেখা করতে আসেন ফ্যাশন ডিজাইনার নিতা লুল্লা (Neeta Lulla) এবং তার স্বামী। এদিন ওই দুই ব্যক্তির সাথে মদ্যপান করেছিলেন দিব্যা। মদ্যপান করতে করতে এদিন পাঁচতলা বিল্ডিংয়ের বারান্দায় এসে বসেন অভিনেত্রী দিব্যা ভারতী।
তবে সেই বারান্দার গ্রিল ছিল না। ফলে মদ্যপ অবস্থায় উঠতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অকালে মৃত্যু হয় অভিনেত্রী দিব্যা ভারতী (Divya Bharti)-র।
গত ৫ই এপ্রিল (April) মৃত্যুবার্ষিকী গিয়েছে দিব্যা ভারতী (Divya Bharti)-র। তাঁর অকাল মৃত্যু আজও মানতে পারেনা তাঁর ভক্তরা। ৩০ বছর আগের এই রহস্য মৃত্যু আজও স্পষ্ট হয়নি। থেকে গিয়েছে অন্ধকারে। তবে অভিনেত্রী কাজের কথা বলতে গেলে জানা যায়, সেই সময় ইন্ডাস্ট্রিতে পা দিয়ে খুব কম সময়ে সফলতা চূড়ায় উঠে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার রহস্য মৃত্যু শেষ করে দেয় সবকিছু|