দুধ বা বেবি ফুড নয়, প্রিয়াঙ্কা কন্যা মালতীর পছন্দের খাবার জানলে চমকে যাবেন

Advertisement

বলিউড থেকে বর্তমানে হলিউডে অভিনয় দুনিয়া বিস্তার করেছেন তিনি। বলিউডে থাকাকালীন একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে হলিউডে একের পর এক ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে আমেরিকাতেই সংসার করছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি তার এক মেয়ে জন্ম হয়েছে। মেয়েকে নিয়ে বেজায় ব্যস্ত থাকেন নায়িকা।

Advertisements

Advertisements

প্রথমের দিকে মেয়ের মুখ প্রকাশ্যে না আনলেও বর্তমানে স্বাভাবিকভাবেই মেয়েকে পাপারাজ্জিদের সামনে নিয়ে আসেন প্রিয়াঙ্কা। মেয়ের নাম রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাসকে (Malti Marie Chopra Jonas)। আমেরিকাতেই জন্ম হয়েছে মালতীর। তবে মায়ের জন্য সেও জন্মগতভাবে একজন ভারতীয় বংশোদ্ভূত। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার।

আর এই অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরে এসেছিলেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতী ও স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়েই হাজির হন মুম্বাই বিমানবন্দরে। প্রিয়াঙ্কা জানান তার মেয়ে মালতীর এটিই প্রথম ভারতে আসা। তাকে দেখতে জোনাসের মতন হলেও তার স্বভাব মায়েরই মতন। কিন্তু সেটি কী? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানান, ভারতীয় খাবারের প্রতি এই বয়সেই বেশ আকর্ষণ মালতীর।

প্রিয়াঙ্কার মতন মালতী টক-ঝাল-মিষ্টি খেতে পছন্দ করে। এইটুকু বয়সে তার বেবি ফুড বা দুধ নয় বরং বিরিয়ানি বা মটন পনির বেশি পছন্দের। এখন থেকেই মালতীকে ভারতীয় আদবকায়দায় বড় করে তুলতে চলেছেন প্রিয়াঙ্কা। ২০২২ সালে সারেগেসির মধ্যে দিয়ে সন্তান লাভ করেন প্রিয়াঙ্কা ও নিক৷ সময়ের অনেক আগেই জন্ম হওয়ার জন্য তাকে আইসিইউতে রাখা হয়। কিছুদিন আগেই মেয়েকে প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা।

Related Articles