মিমির বিশেষ আবদার রাখলেন শাহরুখ খান, যেটা দেখেই আপ্লুত অভিনেত্রী

Advertisement

মিমির আবদার মেনে তাকে বিশেষ উপহার পাঠালেন শাহরুখ খান! যা পেয়ে বেজায় খুশি এই অভিনেত্রী। টলিউডের প্রথম সারির একজন অভিনেত্রী হলেন মিমি। এছাড়া শাসকদলের সাংসদও। তাই তিনি কোনো আবদার করবেন আর সেটা পূরণ হবে না এটা কি হয়? যদিও এই প্রথম নয় এর আগেও শাহরুখ খানের কাছে বিশেষ আবদার করেছিলেন তিনি।

Advertisements

আসলে ‘পাঠান’ সিনেমার প্রমোশনের সময় ট্যুইটার একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন শাহরুখ। সেখানে মিমি তাকে জিজ্ঞেস করেন ‘পাঠান ২’ বানানো হলে তাকে কি নায়িকা করবেন তিনি? যদিও সেখানে কোনো উত্তরই দেননি শাহরুখ। মিমি কিন্তু থেমে থাকেননি, প্রশ্নের উত্তর পাননি তো কি হয়েছে? এরপর এক বিশেষ আবদার করেছিলেন শাহরুখ খানের কাছে।

Advertisements

শেষমেষ সেই আবদারই পূরণ হয়েছে। এমনকি তার জন্য চলে এসেছে বিশেষ উপহার। আসলে এই অভিনেত্রী চেয়েছিলেন ‘কলকাতা নাইট রাইডার্স’এর একটি কাস্টমাইজ জার্সি। সম্প্রতি সেটি চলে এসেছে তার কাছে। বেগুনি জার্সির উপর সোনালী রং দিয়ে লেখা মিমির নাম। যেটি পরার পর কেকেআর’এর তরফ থেকে মিমিকে প্রশংসাবার্তা দেওয়া হয়েছে।

Related Articles