লাক্সারি গাড়ি থেকে লক্ষাধিক টাকা, ‘Indian Idol’ বিজেতা সহ রানার্সদের পুরস্কার জানলে চোখ কপালে উঠবে

Advertisement

অবশেষে শেষ হল জাতীয় স্তরের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। ‘ইন্ডিয়ান আইডল’ ১৩-এর খেতাব জিতলেন ঋষি সিং। প্রথম থেকেই তিনি তার গানের মধ্যে দিয়ে বিচারক থেকে দর্শক সকলের মন জয় করে নিয়েছিলেন। তার দুর্দান্ত গানের গলা আগে থেকেই সকলকে মুগ্ধ করেছিল। অনেকেই মনে মনে ভেবেছিলেন এবারের বিজয়ী হিসেবে জায়গা ছিনিয়ে নেবেন ঋষি। আর সেই ভবিষ্যদ্বাণী সত্যি করে ঋষি হলেন বিজয়ী।

Advertisements

Advertisements

তবে শুধু তিনি ট্রফি নয়, তার সঙ্গে একাধিক পুরষ্কার বাড়ি নিয়ে গেলেন। গতবছর জুলাই মাসে এই রিয়েলিটি শো-এর অডিশন শুরু হয়। এরপর সেপ্টেম্বর মাস থেকে সম্প্রচার শুরু হয়। গোটা দেশ জুড়ে অনেকেই নাম লিখিয়েছিলেন। কিন্তু সবাইকে টপকে বিজয়ী হয়ে উঠলেন ঋষি। তবে এবারের শো-তে অযোধ্যার ঋষি ও কলকাতার দেবস্মিতার মধ্যে লড়াই চলছিল। প্রথম ৬ জনের মধ্যে তিনজন ছিলেন কলকাতার।

তবে ভারতবাসীর ভোটে জয় হল ঋষির। তবে ট্রফির পাশাপাশি তিনি পেয়েছেন বহু পুরষ্কার। চ্যানেলের তরফে তাকে দেওয়া হয় ২৫ লক্ষ টাকা। ব্র্যান্ডের লাক্সারি গাড়ি দেওয়া হয়। তবে শো-এর বাকি প্রতিযোগি যারা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছিলেন তারা কেউই খালি হাতে বাড়ি যাননি। দ্বিতীয় স্থানে থাকা দেবস্মিতা ও তৃতীয় স্থানে থাকা চিরাগ ট্রফি ও ৫ লক্ষ টাকা পুরষ্কার পেয়েছেন।

চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারী বিদিপ্তা এবং শিবম ৩ লক্ষ টাকার পুরষ্কার জিতে নিয়েছেন। শো-এর বিজয়ী ঋষির কথায় “আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি এই সিজনের ট্রফি জিতেছি। এই সিজনের বিজেতা হিসেবে আমার নাম ঘোষণা হওয়ার সময়ের মূহুর্তটি স্বপ্ন সত্যি হওয়ার মতন ছিল। এই শো-এ বিজয়ী হওয়া আমার কাছে গর্বের”।

Related Articles