একাধিক বিয়ে-প্রেম নিয়ে হাজারো বিতর্ক! অবশেষে সমালচকদের ধুয়ে দিলেন শ্রাবন্তী

টলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকে। কখনও যদি অন্দরমহলের কোনো খবর প্রকাশ্যে বেরিয়ে যায় তা নিয়ে শুরু হয় হইচই। তেমনই যে অভিনেত্রীর জীবন নিয়ে সবথেকে বেশি চর্চা হয়। তিনি হলেন টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তার একের পর এক প্রেম ও বিয়ে এবং সবশেষে সেই বিয়ের ভাঙন যেনো সাধারণ ঘটনা হয়ে গিয়েছে তার জীবনে। তার তৃতীয় বিয়ে ভাঙনের পথে।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। একের পর এক ফটোশ্যুটের ছবি ও রিল ভিডিওতে ভরিয়ে দিচ্ছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল। আর তা ভাইরাল হতেও সময় নেয়না। এরই মাঝে শোনা গিয়েছে তিনি নতুন এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে সবই গুঞ্জন। নিজের জীবনে এতকিছু ঘটে গেলেও তাকে দেখে বোঝার উপায় নেই।
তবে সম্প্রতি তিনি একটি অন্য কারণের জন্য ভাইরাল হলেন। নেটিজেনদের দিকে মুখ ভেঙ্গিয়ে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা গিয়েছে একটি মেকাপ রুমে বসে পাউডার লাগাচ্ছেন তিনি। তার পরনে রয়েছে কালো রঙের স্লিভলেস থাই সিট গাউন। সঙ্গে ভারী গয়না ও চড়া মেকাপ করেছেন।
কোনো একটি অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছিলেন। এরই মধ্যে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “জীবনটা তর্ক করার জন্য খুবই ছোটো”। এরপর তিনি বলেন, ” তাই তর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে আসা উচিত”। তবে ভিডিওর কন্ঠটি তার নয়, একটি ‘এ আই’ ভয়েস এটি। এর পাশাপাশি মুখ ভেঙ্গিয়ে কথা বলতে দেখা যায় তাকে। এটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, জীবন খুবই সুন্দর। ভিডিওটির কমেন্ট বক্সে অনেকেই নানান রকম মন্তব্য করেছেন। ভাইরাল হতে সময় নেয়নি ভিডিওটি।