ভরা মঞ্চে জোরজবরদস্তি! মার্কিন গায়িকার সঙ্গে এমন অসভ্যতা করে দেশের মুখ কালা করেছিলেন শাহরুখ

সম্প্রতি মুম্বাইয়ের বুকে অনুষ্ঠিত হয়েছে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার। আর সেখানে ভীড় করতে দেখা গিয়েছে বলিউড থেকে হলিউডের একাধিক তারকাদের। একেবারে চাঁদের হাট বসে গিয়েছে অনুষ্ঠান ঘিরে। অনুষ্ঠানে বলিউডের নামি-দামি অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক সকলকে দেখা গিয়েছে। এর পাশাপাশি তাদের পরনে নামি-দামি পোশাক ও তার ডিজাইন নজর কেড়েছে নেট দুনিয়ার সকলের।
এদিকে হলিউড ইন্ডাস্ট্রি থেকে এসেছেন টম হল্যান্ড, জেন্ডেয়া, জিজি হাদিদ। এছাড়া নিক জোনাসকে দেখা গিয়েছে। এরই মধ্যে সুপার মডেল জিজিকে কোলে তুলে চুম্বন করেন বরুন ধাওয়ান। আর তা নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়। আর এই বিতর্কের মাঝে সম্প্রতি ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি পুরোনো ভিডিও ক্লিপ। বরুন ধাওয়ান জিজিকে কোলে তুলে তাকে অস্বস্তিতে ফেলেছেন বলে অভিযোগ করেছেন অনেকেই।
এর পাশাপাশি ভারতীয় সংস্কৃতিকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এইসমস্ত অভিযোগের বিরুদ্ধে বরুণ জানিয়েছেন, গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত। এই বিতর্কের মাঝে শাহরুখের একটি ভিডিও নেট দুনিয়ায় ছেয়ে গিয়েছে। ভিডিওটি ২০১১ সালের। আন্তর্জাতিক গায়িকা লেডি গাগার সাক্ষাৎকার নেন শাহরুখ।
— Celebrities Doing Drunk Sh*t (@cringeindian) April 2, 2023
সেখানেই নিজের রিস্টওয়াচ গাগাকে জোর করে দিতে চান অভিনেতা। কিন্তু শাহরুখের ওই ঘড়ি নিতে চাননি গাগা। এদিকে শাহরুখ গায়িকার প্রতি নাছোড়বান্দা। গাগার কাছে গিয়ে তাকে জোর করতে থাকেন। এরপর গাগা বলেন কোনো এক ভক্তকে ঘড়িটি দিতে। কিন্তু শাহরুখ ঘড়িটি গায়িকাকে নেওয়ার জন্য বলতে থাকেন। ওইসময় গায়িকার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি অস্বস্তিতে পড়েছেন।
এই ভিডিও দেখে অনেকেই সেইসময় লজ্জা প্রকাশ করেন। শাহরুখের এহেন কান্ড মেনে নিতে পারেননি অনেকেই। তার ওই কাজের সঙ্গে বরুণের কান্ডের চলছে তুলনা। তা নিয়ে চলছে জোর বিতর্ক।