বিনোদনভাইরাল ভিডিও

সাহসী দৃশ্যে ভরপুর উল্লুর এই নতুন ‘I Love You’ ওয়েব সিরিজ, ঘরে একা বসে দেখুন

সম্প্রতি এবার দর্শকদের জন্য আরো একটি প্রাপ্তবয়স্ক কন্টেন্টে পূর্ণ ওয়েবসিরিজ নিয়ে এলো জনপ্রিয় ওটিটি সংস্থা ‘উল্লু’। যার ট্রেলার দেখার পরে রীতিমতো চক্ষু চরকগাছ সকলের। বর্তমান সময়ে ওয়েবসিরিজের জনপ্রিয়তা ঠিক কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি।

সিনেমা, ধারাবাহিকের থেকে এখন ওয়েবসিরিজ দেখতেই বেশি পছন্দ করেন দর্শকেরা। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে ওয়েবসিরিজের রমরমা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। এই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন নির্মাতারা বিভিন্ন ওয়েবসিরিজ নিয়ে আসেন সকলের জন্য।

আর এগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে প্রাপ্তবয়স্ক কন্টেন্টে পূর্ণ ওয়েবসিরিজ। ইতিমধ্যে আমাদের সামনে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উঠে এসেছে যারা এরকম ওয়েবসিরিজ তৈরি করে। যে তালিকায় রয়েছে ‘উল্লু’, ‘কোকু’, ‘প্রাইম শর্টস’ ইত্যাদি।

‘উল্লু’র তরফ থেকে নতুন একটি ওয়েবসিরিজ নিয়ে আসা হয়েছে। যেটির নাম ‘আই লাভ ইউ’। যার প্রতিটি দৃশ্যেই যেন রয়েছে অন্তরঙ্গতা। এতে মূলত প্রেমিক-প্রেমিকার কাহিনী রয়েছে। তবে তাদের মাঝখানে চলে আসে অন্য এক নারী। এভাবেই এগোয় সিরিজের গল্প। বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্য দিয়ে পূর্ণ এই সিরিজটি মুক্তি পেয়েছে বিগত জানুয়ারী মাসে।