প্রথমবার অনুষ্কার সঙ্গে এই কাজ, ভয়ে ঘামতে শুরু করেছিলেন বিরাট কোহলি!

ভারতীয় ক্রিকেট জগতে বিরাট কোহলি (Virat Kohli) একটি জনপ্রিয় নাম। অপরদিকে বলিউড সিনেমা জগতে জনপ্রিয় অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বর্তমানে তাদের পাঁচ বছরের বিবাহিত জীবন চলছে রমরমিয়ে। ২০২১ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। তিন জনে মিলে সুখেই আছেন তারা। তবে এই ঘটনার সূত্রপাত একেবারেই মসৃণভাবে শুরু হয়নি।
বিরাট নিজেই ‘দ্য থ্রি সিক্সটি ডিগ্রি’ শোয়ে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন ক্রিকেটার ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবিডি ভিলিয়ার্সের সঙ্গে তার নিজের একটি অভিজ্ঞতা ভাগ করে নেন। বিরাট জানান, ২০১৩ সালে তাকে জিম্বাবোয়ের সফরে তাকে অধিনায়ক করা হয়। বিরাটের ম্যানেজার তাকে এসে জানান, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাকে বিজ্ঞাপনের শ্যুট করার কথা।
এরপর বিরাট রীতিমতো চমকে যান। বলিউডে তখন অনুষ্কা শর্মা একটি জনপ্রিয় নাম। এদিকে কীভাবে অভিনেত্রীর সঙ্গে আলাপ শুরু করবেন বুঝতে পারছিলেন না তিনি। তবে প্রথম দেখা হওয়া মাত্রই অনুষ্কার জুতোর হিল নিয়ে মজা করেছিলেন বিরাট৷ এরপর ধীরে ধীরে মেলামেশার পর সব স্বাভাবিক হয়ে ওঠে সম্পর্ক। তবে ঠিক কী বলেছিলেন বিরাট অনুষ্কাকে! আসলে বিরাট বেশ নার্ভাস ছিলেন। তাই অনুষ্কা কতটা লম্বা তা তিনি বুঝতে পারেননি।
বিরাট তাই বলেন, তিনি কি এর থেকে বেশি উঁচু হিল পাননি পায়ে পরার জন্য! বিরাটের কথা সাধারনভাবেই নেন অনুষ্কা। তবে বিরাটের মতে সেই মজাটি অত্যন্ত খারাপ ছিল। বিজ্ঞাপনের শ্যুট শেষ হয়ে গেলেও একে অপরের সঙ্গে যোগাযোগ কমেনি তাদের৷ একে অপরের সঙ্গে ডেট করেন তারা দীর্ঘ ৫ বছর। এরপর ২০১৭ সালে ইতালিতে বিয়ের আয়োজন করা হয় তাদের৷ ধুমধাম করে সম্পন্ন হয় সেই বিয়ে।