বিনোদন

শীঘ্রই কামব্যাক করতে চলেছে জনপ্রিয় অনুরাগ-মেঘলার জুটি! বছরশেষে ‘ইচ্ছেনদী ২.০’ নিয়ে সুখবর দিলেন বিক্রম-সোলাঙ্কি

একটা সময় ছিল যখন সন্ধ্যের ড্রয়িং মানে মেঘলা-অনুরাগের রোমান্স। প্রেম সম্পর্ক অভিমানের মুহূর্তরা আবেশ ছড়াতো চায়ের আলসেমিতে। বাঙালির অন্দরমহল মাখিয়ে রাখত এই দুটি নাম, বলা ভালো এই দুটি চরিত্র সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছেনদী’। বর্তমানে মেঘলা যদিও গাঁটছড়ার খড়ি। কিন্তু তবু কি দর্শকদের প্রিয় অনুরাগ-মেঘলা নতুনভাবে ফিরে আসতে পারে না!

বিক্রম চট্টোপাধ্যায় এবং সোলাঙ্কি রায়ের জুটি একসময় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল “ইচ্ছেনদী”-এর হাত ধরে। এর পর দীর্ঘ সাত বছর পেরিয়ে গেছে আর কখনো দেখা মেলেনি তাদের। কিন্তু তারপরেও দর্শকগণ অপেক্ষা করে গেছেন। সম্প্রতি এই অপেক্ষারই অবসান ঘটতে চলল, বছর শেষে ইচ্ছেনদী জুটির তরফে এলো বড়ো ঘোষণা!

বছর শেষে সোশ্যাল মিডিয়া অনুরাগীদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাই প্রিয় অভিনেতার কাছে প্রশ্নের ঝুলি উপুড় করে দিতে দেরি করেননি অনুরাগীরা। তারইমধ্যে একজন প্রশ্ন করেছিলেন ইচ্ছে নদী 2.0 কি কোনদিনও আসবে? এর উত্তরে গ্রিন সিগন্যাল দিয়েছেন অভিনেতা। উত্তরে অভিনেতা লেখেন ‘নিশ্চয়ই’, শুধু নামটা হবে ‘শহরের উষ্ণতম দিনে।’ সেখানে সোলাঙ্কিকেও ট্যাগ করেন অভিনেতা। অভিনেতার সাথে সহমত পোষণ করেছেন পর্দার খড়িও।

তবে এই নতুন প্রজেক্ট কোন সিরিয়াল নয় ছোট পর্দার এই জুটি এবার বড় পর্দায় নিজেদের ম্যাজিক দেখাতে আসছেন। খুব শীঘ্রই আসছে তাদের অভিহিত প্রথম ছবি “শহরের উষ্ণতম দিনে”। জানা গেছে ইতিমধ্যেই শুটিং সারা হয়ে গেছে ছবির। শহর কলকাতারই বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে হয়েছে শুটিং। তবে এখনো পর্যন্ত ছবি মুক্তির তারিখ জানানো হয়নি। আপাতত অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।