বিনোদন

বিদ্যা বালানের খোলামেলা ছবিতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া, লজ্জার সীমা ছাড়ালেন অভিনেত্রী

পরনে নেই কোনো পোশাক, খবরের কাগজ দিয়ে শরীর ঢেকে রয়েছেন বিদ্যা বালান! সম্প্রতি সেই ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীমহলে। কারণ, সকলেই মনে করছেন তাহলে কি ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে? না না আসল বিষয়টি অন্য। আসুন তাহলে সেটা খোলসা করেই জানা যাক।

তারকা ফটোগ্রাফার ডাব্বু রত্নানিকে সকলেই চেনেন। বিভিন্ন তারকাদের ফটোশ্যুট করতে দেখা যায় তাকে। আর তারকারাও তার ক্যামেরায় পোজ দিতে কোনোরকম দ্বিধাবোধ করেন না। সেরকমই ডাব্বুর ক্যামেরায় ধরা দিয়েছিলেন বিদ্যা। সেই ছবি সম্প্রতি ডাব্বু তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে ভীষণ বোল্ড অবতারে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ছবিতে দেখা যাচ্ছে কোনো পোশাক নেই তার পরনে, শরীর ঢেকে রয়েছেন খবরের কাগজ দিয়ে। চোখে কালো সানগ্লাস, পায়ে পাম্প হিল আর হাতে রয়েছে খবরের কাগজ প্রিন্টেড কফি মাগ, ঠোঁটে লাল লিপস্টিক। সবমিলিয়ে ভীষণই লাস্যময়ী লাগছিলো তাকে দেখতে। যদিও প্রথম দেখায় মনে হতে পারে তার শরীরে কোনো পোশাক নেই। তবে তিনি একটি অফশোল্ডার পোশাক পরেছিলেন।

যদিও এই ছবিটি সাম্প্রতিক নয় পুরনো ক্যালেন্ডার শ্যুটের। এই ছবিটিকে আরো একবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ডাব্বু। যা দেখার পর নানান জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে। কেউ কেউ মনে করছেন ‘দ্য ডার্টি পিকচার ২’ হয়তো আসতে চলেছে। তবে জানিয়ে রাখা ভালো সিনেমায় নায়িকা সিল্কের মৃত্যুর পর সিনেমার কাহিনী শেষ হয়েছে, তাই আর কোনো সিক্যুয়েল আসবে না।