ক্যাটরিনাকে ডিভোর্স দেবেন ভিকি এই শর্তে? অভিনেতার রিয়াকশনে হাঁ সকলে

Advertisement

সাল ২০২২, ডিসেম্বরের শুরুতেই হঠাৎই সোনা গেল সানাই এর সুর। কোন সাধারণ বিয়ে বাড়ির নয়, এ সানাই বেজেছিল ক্যাটরিনা (Katrina Kaif) এবং ভিকি কৌশলের (Vicky Kaushal)। হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ার দরুন অগ্নিশিখার মত চারিদিকে ছড়িয়ে পড়ে ভিকি ও ক্যাটের বিয়ের খবর। যদিও এই জুটিটি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, তার কোন ধারনাই ছিল না তাদের অনুরাগীদের।

Advertisements

বিশাল ধুমধাম করে ভিকি-ক্যাট এক হলেন। তারপর থেকেই মিডিয়ার চোখ সর্বদাই এই জুটির উপর থাকতো। বিয়ের পর থেকে ভিক্যাট জুটি সর্বদা কোনো না কোনো কারণে চর্চার আলোকে থেকেই যায়। হঠাৎই আনন্দের মাঝে বেজে ওঠে বিষাদের সুর। কেন যেন কানে আসে বিচ্ছেদের গুঞ্জন। তবে তা কতখানি সত্য, তা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।

Advertisements

আগামী ২ রা জুন মুক্তি পেতে চলছে ‘জরা হাটকে জারা বাঁচকে’র (Zara Hatke Zara Bachke) নামক সিনেমাটি। যার প্রধান চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল ও সারা আলি খানকে। সম্প্রতি এই সিনেমাটির ট্রেইলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক-নায়িকা। সেখানে এক সাংবাদিক বড়ই অদ্ভুত রকমের প্রশ্ন করেন ভিকিকে। প্রশ্নটি এমন ছিল যে, ভিকি যদি ক্যাটের থেকেও কোনো ভালো মেয়ে পেয়ে যান, তবে কি তিনি ক্যাটরিনা কে বিবাহ বিচ্ছেদ দেবেন?

এই প্রশ্নটি শুনে সকলেই আচমকিত হন। তবে ভিকি কৌশল দৃঢ়তার সঙ্গে এই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন যে, ক্যাটরিনাকে শুধুমাত্র এক জন্মের জন্যই নয়, পরবর্তী সাত সাতটি জন্মের জন্যই তার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চান। উত্তরটি শুনে তার অনুরাগীরা যথেষ্ট বাহবা দেন তাকে।

আসলে তাদের আসন্ন ছবির গল্পটি ঠিক এরকমই। প্রথমে নায়ক নায়িকা প্রেম-ভালোবাসা করে বিবাহবন্ধনে জড়িত হন। তারপরেই শুরু হয় নানা ধরনের ঝামেলা। আর সেই ঝামেলা ধীরে ধীরে বিবাহ বিচ্ছেদের দিকে এগোয়। যাই হোক পুরো গল্পটি জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে।

Related Articles